খেলাধুলা মানুষের জীবনে বিনোদন ও স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বব্যাপী ফুটবল, ক্রিকেট, টেনিস, বাস্কেটবলসহ নানা খেলাধুলা বিপুল জনপ্রিয়। খেলাধুলার ইতিহাসে প্রাচীন অলিম্পিক গেমস ছিল উল্লেখযোগ্য একটি অধ্যায়, যা খ্রিস্টপূর্ব ৭৭৬ সালে গ্রিসে শুরু হয়। আধুনিক যুগে অলিম্পিক, ফুটবল বিশ্বকাপ, এবং ক্রিকেট বিশ্বকাপ পৃথিবীর কোটি কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
আজ থাকছে খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য, ইতিহাস ও সাধারণ জ্ঞান। এটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে এবং আপনার জ্ঞান সমৃদ্ধ করবে।
১। ক্রিকেটে টেস্ট খেলা শুরু হয় কত সালে ?
উত্তর : ১৮৭৭
২। ফিফার প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ?
উত্তর : ৭টি।
৩। বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম ?
উত্তর : সোয়াথলিং কাপ
৪। ২০২৫ সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : ভারত
৫। প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর : কাঠমান্ডু।
৬। ২০২৫ সালে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করেছে ?
উত্তর : ৮টি।
৭। ২৩তম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে?
উত্তর : ২০২৬ সালে
৮। প্রথম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত ?
উত্তর : ১৯৭৫
৯। অলিম্পিকের পতাকায় পাঁচটি চক্র প্রতিনিধিত্ব করে ?
উত্তর: মহাদেশ
১০। একাদশ বিপিএল-২০২৫ এর চ্যাম্পিয়ন দলের নাম কী ?
উত্তর : ফরচুন বরিশাল
১১। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: ইন্দোনেশিয়া
১২। সর্বপ্রথম ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি কত সালে অনুষ্ঠিত হয় ?
উত্তর : ১৯৯৮
১৩। প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর : বাংলাদেশ
১৪। অলিম্পিক পতাকার কয়টি রং থাকে ?
উত্তর : ৫টি।
১৫। বাংলাদেশ কততম টেস্ট খেলুড়ে দেশ?
উত্তর : দশম
১৬। রুবিকস কিউব খেলনাটি কত সালে আবিষ্কৃত হয় ?
উত্তর : ১৯৭৪ সালে
১৭। বিশ্ব বিখ্যাত খেলনা রুবিকস কিউব এর উদ্ভাবক কে ?
উত্তর : এরনো রুবিক
১৮। বাংলাদেশের গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়– কে?
উত্তর : নিয়াজ মোর্শেদ
১৯। বাংলাদেশ কত সালে ওয়ানডে ক্রিকেটের মর্যাদা লাভ করে ?
উত্তর : ১৯৯৭ সালে
২০। বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ?
উত্তর : ব্রজেন দাস
২১। অলিম্পিক পতাকার কয়টি রং থাকে ?
উত্তর : ৫টি
২২। ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন ?
উত্তর : সুনীল নারাইন
২৩। ওয়াটার পোলো খেলায় একটি দল কতজন খেলোয়াড় খেলবে ?
উত্তর : ৭ জন।
২৪। কাবাডি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় নিয়ে গঠিত হয়?
উত্তর : ১২জন।
২৫। অলিম্পিকের মশাল জ্বালিয়ে রাখার নিয়ম চালু হয় কোন সালে?
উত্তর : ১৯২৮ সালে।
২৬। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
উত্তর : কাবাডি
২৭। ফাইভ এস কোন খেলার সাথে জড়িত?
উত্তর : হকি
২৮। ১০০ মিটার স্প্রিন্টে (Sprint) বিশ্বরেকর্ড হলো -
উত্তর : ৯.৫৮ সে.
২৯। ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা লাভ করে ?
উত্তর : ২৬ জুন ২০০০
৩০। টেকঅফ বোর্ড (Take off Board) এর রং কী?
উত্তর : সাদা
৩১। ক্রিকেট খেলায় আইন কয়টি?
উত্তর : ৪২টি
৩২। রিলে দৌড়ের সময় রিলে ব্যাটন বদলের জায়গার দূরত্ব কত?
উত্তর : ২০ মিটার
৩৩। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সবোর্চ উইকেট শিকারী কে?
উত্তর : মুত্তিয়া মুরালিধরন
৩৪। বাংলাদেশ অলিম্পিকে প্রথম কত সালে অংশগ্রহণ করে ?
উত্তর : ১৯৮৪ সালে
৩৫। ওয়াটার পোলো খেলার জন্য জলাশয়ের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর : দৈর্ঘ্য ৩০মি. প্রস্থ ২০মি.
৩৬। হার্ডলস এর টপ (Top) বারটির রং কী হবে?
উত্তর : লাল ও সাদা
৩৭। প্রতিযোগিতামূলক সাঁতার কত প্রকার?
উত্তর : ৪ প্রকার
৩৮। ভলিবল খেলায় একটি দল প্রতি সেটে কত বার টাইম আউট নিতে পারবে?
উত্তর : ২ বার
৩৯। ম্যারাথন দৌড়ের দূরত্ব কত?
উত্তর : ২৬ মাইল
৪০। ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে ?
উত্তর : যুক্তরাষ্ট্র।
৪১। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তর : ১৯২১ সাল
৪২। স্কাউটের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : লর্ড ব্যাডেন পাওয়েল
এনএ

