Logo

শিক্ষা

স্কুলে ভর্তির লটারি আজ, ফল জানা যাবে যেভাবে

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭

স্কুলে ভর্তির লটারি আজ, ফল জানা যাবে যেভাবে

সার দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ার ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় এ লটারি কার্যক্রম শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, মহানগর এলাকা, জেলাসদর ও উপজেলা সদরের সরকারি–বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে এবারও কেন্দ্রীয় ডিজিটাল লটারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) মাউশির জারি করা চিঠিতে জানানো হয়, লটারি শেষে প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত লিংকে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফল পাওয়ার পর সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতিকে ই-মেইলে জানিয়ে মাউশিকে অবহিত করবে। পরবর্তী ধাপে ভর্তি কমিটির সভা আহ্বান করে নিয়ম অনুসারে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা হবে।

মাউশির তথ্য অনুযায়ী, এবার সরকারি–বেসরকারি মোট ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন রয়েছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে সিট ১০ লাখ ৭২ হাজার ২৫১টি এবং সরকারি ৬৮৮টি বিদ্যালয়ে সিট ১ লাখ ২১ হাজার ৩০টি।

কেন্দ্রীয়ভাবে লটারি সম্পন্ন করে আজই ফল প্রকাশ করা হবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর