১। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?
উত্তর : ৫০ টাকা।
২। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
উত্তর : ১।
৩। ১০টি কলমের দাম ৪০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা।
৪। ১২ জন লোকের ১ সপ্তাহে ২৪ কেজি চাল লাগে। ২৪ জন লোকের ১ সপ্তাহে কত কেজি চাল লাগবে?
উত্তর : ৪৮ কেজি।
৫। ৯টি আপেলের ওজন ৫৪ গ্রাম হলে, ১টি আপেলের ওজন কত?
উত্তর : ৬ গ্রাম।
৬। ১০০টি লিচুর দাম ৮০ টাকা হলে, ২৫টি লিচুর দাম কত?
উত্তর : ২০ টাকা।
৭। একজন শ্রমিকের সাপ্তাহিক আয় ৮৭৫ টাকা হলে, ১ দিনের আয় কত?
উত্তর : ১২৫ টাকা।
৮। ১টি খাতার দাম ৭ টাকা হলে, ২১ টাকায় কয়টি খাতা পাওয়া যাবে?
উত্তর : ৩টি।
৯। ১২টি কলমের দাম ১৪৪ টাকা হলে, ৯টি কলমের দাম কত?
উত্তর : ১০৮ টাকা।
১০। ৬টি ডিমের দাম ৩৬ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
উত্তর : ৬ টাকা।
১১। ৩ ডজন ডিমের দাম ২৮৮ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
উত্তর : ৮ টাকা।
১২। ১৪টি চেয়ারের মূল্য ১১২০০ টাকা হলে ১০টি চেয়ারের মূল্য কত টাকা?
উত্তর : ৮০০০ টাকা।
১৩। ৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা হলে, ৯৬০ টাকায় কয়টি কলা কেনা যাবে?
উত্তর : ১২০টি।
১৪। ৬ জন লোক ২১ দিনে কোনো একটি কাজ সম্পন্ন করতে পারে। ৭ দিনে সম্পন্ন করতে চাইলে অতিরিক্ত আর কতজন লাগবে?
উত্তর : ১২ জন।
১৫। ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা হলে, ১টি টেবিলের মূল্য কত?
উত্তর : ১৩৮০ টাকা।
১৬। রফিক ও শফিকের একত্রে ১২০০৮ টাকা আছে। রফিকের নিকট শফিকের অপেক্ষা ৩০০৮ টাকা বেশি আছে। রফিকের কত টাকা আছে?
উত্তর : ৭৫০৮ টাকা।
১৭। এক ব্যক্তির সাপ্তাহিক আয় ১৭৯২ টাকা হলে, আগস্ট মাসে তার আয় কত টাকা হবে?
উত্তর : ৭৯৩৬ টাকা।
১৮। ১০ জন লোক ৩ দিনে একটি জমির ফসল কাটতে পারে। ১ জন লোকের ঐ ফসল কাটতে কত দিন লাগবে?
উত্তর : ৩০ দিন।
১৯। একটি ছাত্রীবাসে ১৬ জন ছাত্রীর ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্রী আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রীর সংখ্যা কত?
উত্তর : ৪ জন।
২০। ১২টি বইয়ের মূল্য ৫৪৭২ টাকা হলে, এরূপ ২০টি বইয়ের মূল্য কত?
উত্তর : ৯১২০ টাকা।
২১। আকবর সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে সংসার ও বাড়িভাড়া বাবদ যথাক্রমে ৪৮৫০ টাকা ও ৩২২৫ টাকা খরচ করেন। বাকি টাকা সঞ্চয় করেন। প্রতি মাসে কত টাকা তিনি সঞ্চয় করেন?
উত্তর : ৬৯০ টাকা।
২২। বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ্য ৯৭৪৬৫ হলে, বিয়োগফল কত?
উত্তর : ৮৮৭৭৪৯।
২৩। কোনো ভাগ অঙ্কে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ৬৩, ভাজ্য কত?
উত্তর : ২০১৩।
২৪। ৮ ডজন খাতার দাম ২৪০০ টাকা হলে, ১টি খাতার দাম কত?
উত্তর : ২৫ টাকা।
২৫। ৩৮ হালি আমের দাম ১২১৬ টাকা। ১টি আমের দাম কত?
উত্তর : ৮ টাকা।
২৬। দুইটি সংখ্যার গুণফল ৭২। একটি সংখ্যার ৩ গুণ ৯ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ২৪।
২৭। ১টি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, সংখ্যাটি কত?
উত্তর : ৬৪।
২৮। হাসান ও মারুফের একত্রে ৯৯০৫ টাকা আছে। মারুফের হাসান অপেক্ষা ৪৮৯ টাকা বেশি আছে। হাসানের কত টাকা আছে?
উত্তর : ৪৭০৮ টাকা
২৯। ৬টি চেয়ারের মূল্য ৪০৫০ টাকা হলে, ১টি চেয়ারের মূল্য কত?
উত্তর : ৬৭৫ টাকা।
৩০। আমিন সাহেব প্রতি মাসে ৪২০ টাকা ব্যাংকে জমা রাখেন। তিনি ১ বছরে কত টাকা জমা রাখেন?
উত্তর : ৫০৪০ টাকা।
৩১। ৬ জন লোক ৩ দিনে একটি জমির ফসল কাটতে পারে। ১ জন লোকের ঐ ফসল কাটতে কত দিন লাগবে?
উত্তর : ১৮ দিন
লেখক : প্রতিষ্ঠাতা, কোর্সটিকা

