৫০ বছরে পদার্পণ উপলক্ষ্যে রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয় আয়োজন করছে এক অভূতপূর্ব উৎসব। আগামী শুক্রবার সারাদিন ধরে হাজারো প্রাক্তন শিক্ষার্থী ফিরে আসবেন সেই বিদ্যালয়ে যেখানে তাদের স্বপ্ন লালিত হয়েছিল।
শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নে অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন বিদ্যালয়ের নিজের সন্তানরাই। তিন মাসের অক্লান্ত প্রচেষ্টায় সফল হতে যাচ্ছে এক স্মরণীয় আয়োজন যা শুধু স্মৃতি জাগাবে না, নতুন বন্ধন তৈরি করবে।
এই মহৎ উদ্যোগের নেতৃত্বে রয়েছেন বিভিন্ন ব্যাচের প্রতিভাবান প্রাক্তন শিক্ষার্থীরা। সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক মতিন খান, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব জাহিদ এবং প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন রাতুল।
বৈচিত্র্যময় আয়োজনে ঠাঁই পেয়েছে ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণ। কুরআন তিলাওয়াত, প্রীতিভোজ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, সবই রয়েছে এই আয়োজনে। বিদ্যালয় প্রাঙ্গণের প্রতিটি কোণ সেজে উঠেছে এই উৎসবের জন্য।
সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হবে এই দীর্ঘ দিনের পরিকল্পনার বাস্তব রূপ। পুরান ঢাকার এই গর্বের প্রতিষ্ঠানের জন্য এটি হবে একটি ঐতিহাসিক

