Logo

শিক্ষা

গণিতের ম্যাজিক অঙ্ক

Icon

প্রধান শিক্ষক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৪

গণিতের ম্যাজিক অঙ্ক

গণিতের ম্যাজিক অঙ্ক যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একদম মজার ও চমকপ্রদ!

১. ভাবো একটি সংখ্যা ম্যাজিক

 ধাপগুলো অনুসরণ করো:

১.  একটা সংখ্যা ভাবো (যেমন ৪)

২.  সেটিকে ২ দিয়ে গুণ করো → ৮

৩.  তার সাথে ৮ যোগ করো → ১৬

৪.  ফলকে ২ দিয়ে ভাগ করো → ৮

৫. তোমার মূল সংখ্যাটি বাদ দাও → ৮ − ৪ = ৪

 অবাক!

সব সময় উত্তর হবে ৪, তুমি যেই সংখ্যা ভাবো না কেন!

 ২. জন্ম মাসের ম্যাজিক:

 ধাপগুলো অনুসরণ করো:

তোমার জন্ম মাসের সংখ্যা নাও (যেমন মার্চ = ৩)

      ৪ দিয়ে গুণ করো → ৩×৪ = ১২

      ৫ যোগ করো → ১২+৫ = ১৭

      ২৫ দিয়ে গুণ করো → ১৭×২৫ = ৪২৫

তোমার জন্ম তারিখ যোগ করো (ধরা যাক ১২) → ৪২৫+১২ = ৪৩৭

এখন ৪৩৭-এর মধ্যে প্রথম দুই সংখ্যা (৪ ও ৩) প্রায় তোমার জন্ম মাস বোঝায়,

আর শেষ সংখ্যা (৭) বা যোগফল তোমার তারিখের সাথে মিলবে!

(শিক্ষার্থীদের মধ্যে সংখ্যা বিশ্লেষণ শেখানোর জন্য দারুণ ট্রিক!)

৩. সংখ্যা উল্টে দিলেও ম্যাজিক

ধাপগুলো অনুসরণ করো:

১.  তিন অঙ্কের সংখ্যা লেখো (যেমন ৫৩২)

২.  সেটি উল্টে লেখো (২৩৫)

৩.  বড়টি থেকে ছোটটি বিয়োগ করো → ৫৩২−২৩৫=২৯৭

৪.  এখন ২৯৭ উল্টে লেখো → ৭৯২

৫.  দুইটি যোগ করো → ২৯৭+৭৯২= ১০৮৯

 সব সময় উত্তর হবে ১০৮৯!

(যে সংখ্যাই বেছে নাও — ম্যাজিক কখনও ভুল হয় না!)

৪.   ৯-এর ম্যাজিক

৯ × ১ = ৯

৯ × ২ = ১৮ → ১+৮=৯

৯ × ৩ = ২৭ → ২+৭=৯

৯ × ৪ = ৩৬ → ৩+৬=৯

 সব ক্ষেত্রেই যোগফল ৯ হবে!

 ৫. বয়সের ম্যাজিক

 ধাপগুলো অনুসরণ করো:

১. তোমার বয়সের সাথে প্রথমে ৫ যোগ করো

২. ফলকে ২ দিয়ে গুণ করো

৩.  ১০ যোগ করো

৪.  ২ দিয়ে ভাগ করো

৫.  শেষে ৫ বিয়োগ করো

অবাক!

তুমি আবার তোমার আসল বয়সেই ফিরে যাবে!

গণিত অনেক শিক্ষার্থীর কাছে ভয়ঙ্কর বা কঠিন মনে হয়। কিন্তু যখন তারা ম্যাজিক ট্রিকের মাধ্যমে গণিতের ব্যবহার দেখে, তখন বিষয়টি মজার মনে হয় এবং তারা শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে, ধন্যবাদ।

ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী।

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর