ভবন নির্মাণে প্রাথমিকে আসছে বড় বাজেটের ৩ প্রকল্প
প্রাথমিক শিক্ষা ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:০০
প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও শ্রেণীকক্ষ নির্মাণে আবারো বড় বাজেটের ৩টি প্রকল্পের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি প্রায় ৩২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের মোট তিনটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এ অর্থের পুরো জোগান আসবে সরকারের রাজস্ব খাত থেকে। বর্তমানে এসব প্রকল্প পরিকল্পনা কমিশন যাচাই-বাছাই করছে।
প্রস্তাবিত তিনটি প্রকল্প হচ্ছে- সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৫০ কোটি টাকা, ১০টি সিটি করপোরেশনের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প; এর ব্যয় ২ হাজার ৬১৭ কোটি এবং জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প; এ প্রকল্পের ১৪ হাজার ৭৭৬ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে শুরু হওয়া ‘প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি-৪)’ শেষ হয়েছে ২০২৫ সালের জুনে। তার পরবর্তী ধাপে নতুন এসব প্রকল্প হাতে নেয়া হবে, যেন প্রাথমিক শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।
এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের সব জেলা মিলিয়ে ৩ হাজার ৪৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪ হাজার ৭৪২টি নতুন শ্রেণীকক্ষ নির্মাণ এবং পুরনো ভবন সংস্কার করা হবে।
১০টি সিটি করপোরেশনের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৩৪টি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন করা হবে। এসব বিদ্যালয়ে নতুন শ্রেণীকক্ষ, লাইব্রেরি, মাল্টিপারপাস রুম, শিক্ষকদের বিশ্রামাগার ও আধুনিক শিক্ষা উপকরণ সংযোজন করা হবে।
অন্যদিকে, জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৯ সালের জুনের মধ্যে জরাজীর্ণ বিদ্যালয়গুলোর সংস্কারকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত এসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বিকেপি/এনএ

