Logo

শিক্ষা

জেলা পরিচিতি

Icon

প্রাথমিক শিক্ষা ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৩

জেলা পরিচিতি

লালমনিরহাট

উল্লেখযোগ্য নদী: তিস্তা, শিংগীমারী ইত্যাদি। ফকির মজনু শাহের জন্মস্থান। ঐতিহাসিক স্থান-কবি বাড়ি (প্রখ্যাত সাহিত্যিক শেখ ফজলুল করিমের বাস্তুভিটা ও সংগ্রহশালা)।

দিনাজপুর

প্রাচীন নাম: গন্ডোয়াল্যান্ড। উল্লেখযোগ্য নদী-করতোয়া, পূর্ণভবা, টাঙন, যমুনা ও দীপা। ‘মহিলা নদী’ নামে একটি নদী আছে। ঐতিহাসিক স্থান: কান্তজীর মন্দির, রামসাগর দীঘি, চেহেল গাজী (রা:) এর মাজার ও মসজিদ, শালবন ও সীতাকোট বিহার।

পঞ্চগড়

হিমালয়ের পাদদেশে অবস্থিত হিমালয় কন্যা। উল্লেখযোগ্য নদ-নদী: করতোয়া, টালমা, বুড়ী, তিস্তা, ভাহুক পাথর রাজ, মহানন্দা। উল্লেখযোগ্য স্থান- রারো আউলিয়ার বাজার, সর্ব উত্তরের থানা- তেঁতুলিয়া ও স্থান বাংলাবান্দা অবস্থিত।

ঠাকুরগাঁও

উল্লেখযোগ্য নদ-নদী টাঙন, কুলিক, নাগর। উল্লেখযোগ্য স্থান: রাজা টংকনাথের বাসভবন, তাপবিদ্যুৎ কেন্দ্র।

খুলনা

প্রাচীন নাম-জাহানাবাদ। উল্লেখযোগ্য নদ-নদী: পশুর, শিবমা, কপোতাক্ষ, ভদ্রা ইত্যাদি। রূপলাল সাহার নামে রূপসা নদী ঐতিহাসিক স্থান: সুন্দরবন, মংলা বন্দর, হাদিস পার্ক, কবি কৃষ্ণচন্দ্রের বাড়ি, প্রেমকানন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি স্থান।

ঝিনাইদহ

উল্লেখযোগ্য নদ-নদী: নবগঙ্গা ও কুমার। উল্লেখযোগ্য স্থান- গোড়াই মসজিদ, জোড় বাংলার মসজিদ, শ্রীরাম রাজার দীঘি, সওদাগরের ঘী ও মসজিদ, শৈলকূপা, নলডাঙ্গা রাজবাড়ি, মনসা মন্দির (মেহেরপুর)। এশিয়ার বৃহত্তম বটগাছ বেথুলী বটগাছ ঝিনাইদহে।

নড়াইল

উল্লেখযোগ্য নদী: ভৈরব, কুমার, মধুমতি, চিত্রা। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মূর্তজার জন্মস্থান। উল্লেখযোগ্য স্থান-কদমতলার মসজিদ, কেশব রায়ের বাড়ি, গোবিন্দ মন্দির, শিল্পী এস এম সুলতানের চিত্রকর্মশালা।

সাতক্ষীরা

প্রাচীন নাম: সাতঘরিয়া। উল্লেখযোগ্য নদী- রায়মঙ্গল, কালিন্দী, মালঞ্চ, বেতনা, পাঙ্গাশিয়ার। হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত। জাহাজমারা ও সুন্দরবন অবস্থিত।

বাগেরহাট

প্রাচীন নাম: খলিফাবাদ। বাগ-বাগিচায় পরিপূর্ন ও জেলার প্রতিষ্ঠাতা সাধক খানজাহাজ আলী। মংলা, মধুমতি, শীলা ও হরিনঘাটা নদী বহমান। উল্লেখযোগ্য স্থান-ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলী (রা:) এর মাজার, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, মংলা সমুদ্রবন্দর, সুন্দরবনের একাংশ।

ক্রেডিট কোর্সটিকা

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর