Logo

শিক্ষা

মাদরাসা ক্যাম্পাসে মোবাইল নিষিদ্ধ করা হোক

Icon

মুহাম্মদ হেদায়েত উল্লাহ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭

মাদরাসা ক্যাম্পাসে মোবাইল নিষিদ্ধ করা হোক

শিক্ষা মানব জীবনের স্বর্গীয় অনুভূতি। জীবনকে মানবিক গুণে গুণান্বিত করার জন্য শিক্ষা হল অন্যতম হাতিয়ার। শিক্ষা মানুষের মনুষ্যত্ববোধকে জাগ্রত করে। সভ্যতাকে বিকশিত করে। আলোর পথ দেখায়। বিচার বিবেচনাবোধ সৃষ্টি করে। শুভ-অশুভ ও ভাল-মন্দের মাঝে দেয়াল তুলে দেয়। শিক্ষা হৃদয়ের জানালা খুলে দেয়। সুশিক্ষা নীতি-নৈতিকতার পথ দেখায়। সর্বোপরি আদর্শ সমাজ গঠনে মূল নিয়ামক হিসেবে কাজ করে। আদর্শ সমাজ গঠনে সুশিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা একটি আদর্শ সমাজ গঠনের জন্য সুশিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। সুশিক্ষার অন্যতম উপাদান নীতি-নৈতিকতা, যা কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থার অন্যতম ভূষণ।

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও শিক্ষা কার্যক্রমে মোবাইল ফোনের ভূমিকা অনস্বীকার্য। তবে এর অপব্যবহার শিক্ষাঙ্গনে, বিশেষ করে মাদরাসা ক্যাম্পাসে, শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই মাদরাসা ক্যাম্পাসে মোবাইল ফোন নিষিদ্ধ করা সময়ের দাবি।

মাদরাসা শিক্ষা মূলত নৈতিকতা, চরিত্র গঠন ও দ্বীনি জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে ওঠে। একজন শিক্ষার্থী যেন মনোযোগ সহকারে কোরআন, হাদিস, ফিকহ ও অন্যান্য ইসলামি জ্ঞান অর্জন করতে পারে এটাই মাদরাসার মূল লক্ষ্য। কিন্তু ক্যাম্পাসে মোবাইল ফোন থাকলে শিক্ষার্থীদের মনোযোগ পড়াশোনার পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও গেম, অপ্রয়োজনীয় ভিডিও ও বিনোদনের দিকে ঝুঁকে পড়ে। ফলে পড়াশোনায় অমনোযোগিতাস সৃষ্টি হয় এবং শিক্ষার মান দিন দিন অবনতি ঘটে।

এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে অনৈতিক ও অশালীন কনটেন্টে সহজ প্রবেশ শিক্ষার্থীদের চরিত্র গঠনের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদরাসা যেখানে তাকওয়া ও আদব-আখলাক শেখানোর স্থান, সেখানে মোবাইল ফোন অনেক সময় সেই লক্ষ্য থেকে শিক্ষার্থীদের দূরে সরিয়ে দেয়। এমনকি গোপন ছবি তোলা, অনুপযুক্ত যোগাযোগ কিংবা শৃঙ্খলাভঙ্গের মতো ঘটনাও মোবাইল ফোনের কারণে ঘটতে পারে।

শিক্ষকদের জন্যও মোবাইল ফোন একটি বড় চ্যালেঞ্জ। শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করলে পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়ে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোবাইল ফোন নিষিদ্ধ করা অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ হতে পারে।

তবে জরুরি যোগাযোগের বিষয়টি বিবেচনায় রেখে মাদরাসা কর্তৃপক্ষ নির্দিষ্ট নিয়মের মাধ্যমে অভিভাবক বা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগের ব্যবস্থা রাখতে পারে। এতে শিক্ষার্থীদের প্রয়োজনও পূরণ হবে, আবার ক্যাম্পাসের শৃঙ্খলাও বজায় থাকবে।

পরিশেষে বলা যায়, মাদরাসা ক্যাম্পাসে মোবাইল ফোন নিষিদ্ধ করা হলে শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে, নৈতিক চরিত্র উন্নত হবে এবং একটি শান্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে মাদরাসা ক্যাম্পাসে মোবাইল ফোন নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি ও যৌক্তিক সিদ্ধান্ত।

লেখক : প্রভাষক- ইসলামিক স্টাডিজ, দশমিনা ইসলামিয়া কামিল মাদরাসা পটুয়াখালী-বরিশাল

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদরাসা শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর