Logo

শিক্ষা

বিরামপুরে ১১৬ প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি চালু

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮

বিরামপুরে ১১৬ প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি চালু

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে দিনাজপুরের বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ হাজার ৯৭৬ জন শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে।

গত রোববার উপজলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা। এ উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক আলী কবির রেজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বাস্তবায়নকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজশনের (ইএসডিও) দিনাজপুর জোনাল ম্যানেজার হাসান আলী, উপজলা কো-অর্ডিনেটর আশরাফুল আলম, উপজলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সানোয়ার হোসেন প্রমুখ। শিশু শিক্ষার্থীরা প্রথম দিনের ফিডিংয়ে বনরুটি ও ডিম পেয়ে উচ্ছসিত আনন্দ প্রকাশ করেছে।

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর