Logo

শিক্ষা

মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২

মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৩৮ নং মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২৮ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল।

সহকারী শিক্ষক শেখ রবিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা পারভীন, ভুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এবং মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দেব।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের সদস্য মীর গাউছুল আজম, সাংবাদিক আরাফাত আলী, সমাজসেবক আব্দুল মঈনউদ্দিন ময়না, প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ কমিটির সদস্য আশরাফুল আলম পলাশ, মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর