Logo

শিক্ষা

একুশে ফেব্রুয়ারি ও মে দিবসের ছুটি বাতিল, স্কুলে ছুটি কমল ১২ দিন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:০৬

একুশে ফেব্রুয়ারি ও মে দিবসের ছুটি বাতিল, স্কুলে ছুটি কমল ১২ দিন

ফাইল ছবি।

একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালিত মে দিবস এবং সরস্বতী (হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসমতে জ্ঞান ও বিদ্যার দেবী) পূজার ছুটি বাতিল করে আসন্ন ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছুটির এই তালিকা প্রকাশ করেছে।

উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় মোট ছুটি নির্ধারণ করা হয়েছে ৬৪ দিন, যা চলতি বছরের তুলনায় ১২ দিন কম। ২০২৫ সালে বিদ্যালয়গুলোয় বার্ষিক ছুটি ছিল ৭৬ দিন। 

রোববার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ ছুটির তালিকা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সাবিনা ইয়াসমিন। 

২০২৬ সালে শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। এসব সিদ্ধান্তের ফলে বার্ষিক ছুটি কমে ৬৪ দিনে নেমে এসেছে। 

রমজান ও ঈদের ছুটি কমেছে
২০২৬ সালে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে ছুটির তালিকা অনুযায়ী রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। সেই হিসাবে ২১ রমজান পর্যন্ত বিদ্যালয় খোলা থাকার সম্ভাবনা রয়েছে। 

২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতর মিলিয়ে ২৮ দিন ছুটি থাকলেও ২০২৬ সালে তা কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগে ১৫ দিন ছুটি থাকলেও এবার তা কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও এক দিন কমানো হয়েছে।

২০২৬ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ছুটিগুলো হলো– পবিত্র রমজান, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন ছুটি। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন। দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এবং শীতকালীন অবকাশ ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ছুটি।

নতুন করে যেসব ছুটি যুক্ত হয়েছে
এবার পবিত্র শবেবরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে, যেগুলো আগে তালিকাভুক্ত ছিল না। 

শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, পাঠদান কার্যক্রম জোরদার করতেই ছুটি কমানো হয়েছে। তবে রমজান মাসে বিদ্যালয় খোলা রাখা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবসে ছুটি না থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

এইচকে/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর