Logo

শিক্ষা

দুষ্ট শিক্ষার্থীদের মনোযোগী করে তোলার কৌশল

Icon

মর্জিনা পুষ্প

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪

দুষ্ট শিক্ষার্থীদের মনোযোগী করে তোলার কৌশল

একজন শিক্ষক হিসেবে আপনাকে প্রতিনিয়ত নানান চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। বিশেষ করে যখন কিছু শিক্ষার্থী অমনোযোগী ও দুষ্টুমি করে, তখন তাদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে এই সমস্যার সমাধান সম্ভব। আসুন জেনে নেই কিছু কার্যকর কৌশল-

১. শিক্ষার্থীদের দুষ্টুমি বুঝুন, দোষারোপ নয়

অনেক সময় বাচ্চারা ক্লাসে দুষ্টুমি করে মনোযোগ ধরে রাখতে না পারার কারণে। কিছু শিক্ষার্থী মনোযোগের অভাব থেকে কিংবা পড়ার প্রতি আগ্রহ না থাকায় এমন আচরণ করে। তাই প্রথমে তাদের কারণ খ্ােজার চেষ্টা করুন।

কী কারণে তারা মনোযোগ হারাচ্ছে?

তারা কি ক্লাসের পড়া কঠিন মনে করছে?

অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চায়?

তাদের দোষারোপ না করে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করুন।

২. পাঠদানে গেম এবং মজার কৌশল যুক্ত করুন

শুধু বক্তৃতা দিয়ে পড়ালে শিক্ষার্থীরা সহজেই একঘেয়ে হয়ে পড়ে। তাই পাঠদানে গেম, কুইজ, গ্রুপ অ্যাক্টিভিটি ও গল্প বলার কৌশল যুক্ত করুন।

রোল প্লে : পাঠের বিষয়বস্তুর সাথে মিল রেখে শিক্ষার্থীদের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে বলুন। কুইজ প্রতিযোগিতা : আকর্ষণীয় পুরস্কার সহ ছোট কুইজ আয়োজন করুন।

শরীরচর্চা ও মুভমেন্ট : শিশুদের মাঝে উদ্দীপনা আনতে মাঝে মাঝে ক্লাসে মজার শারীরিক ব্যায়াম বা মুভমেন্ট ব্রেক দিন।

৩. ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন

দুষ্ট শিক্ষার্থীদের যদি আলাদাভাবে বোঝানো যায় যে তারা গুরুত্বপূর্ণ, তবে তারা নিজেদের পরিবর্তন করতে পারে।

ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলুন।

তাদের অনুভূতি জানার চেষ্টা করুন।

ক্লাসের বাইরে একান্তভাবে গাইড করুন।

কখনো কখনো শিক্ষার্থীরা ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে দুষ্টুমি করে। তাই তাদের প্রতি সংবেদনশীল হওয়া জরুরি।

৪. ইতিবাচক শাস্তি ও পুরস্কার দিন :

কঠোর শাস্তি না দিয়ে, এমন শাস্তির ব্যবস্থা করুন যা ইতিবাচক শিক্ষা দেয়।

গুড পয়েন্ট সিস্টেম : ভালো আচরণের জন্য শিক্ষার্থীদের পয়েন্ট দিন, যা পরবর্তীতে পুরস্কারে রূপান্তরিত হবে।

প্রশংসা করুন : ভালো কাজের জন্য প্রকাশ্যে বা ব্যক্তিগতভাবে প্রশংসা করুন।

শাস্তির পরিবর্তে পুরস্কার ও ইতিবাচক অনুপ্রেরণা দিলে শিক্ষার্থীরা বেশি মনোযোগী হয়ে ওঠে।

৫. ক্লাসের পরিবেশ আকর্ষণীয় করুন-

একঘেয়ে পরিবেশে শিশুদের মনোযোগ ধরে রাখা কঠিন। ক্লাসরুম যদি রঙিন, সৃজনশীল ও আকর্ষণীয় হয়, তাহলে তারা সহজেই মনোযোগী হবে।

ওয়াল পেপার, চার্ট, শিক্ষামূলক পোস্টার ব্যবহার করুন।

ক্লাসের বসার বিন্যাস মাঝে মাঝে পরিবর্তন করুন।

৬. ধৈর্য ধরুন ও আত্মবিশ্বাসী হোন

সব শিক্ষার্থী একদিনেই পরিবর্তন হবে না। তাই ধৈর্য হারাবেন না। আপনি যত দৃঢ় এবং আত্মবিশ্বাসী হবেন, তত বেশি শিক্ষার্থীরা আপনাকে অনুসরণ করবে।

রাগ দেখানোর বদলে শান্তভাবে পরিস্থিতি সামলান। অভিজ্ঞতা থেকে শেখার মানসিকতা রাখুন।

শিক্ষার্থীদের দুষ্টুমি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে সঠিক কৌশল প্রয়োগ করে তাদের মনোযোগী করে তোলা সম্ভব। একজন দক্ষ শিক্ষক হয়ে উঠতে হলে ধৈর্য, সৃজনশীলতা এবং ইতিবাচক মনোভাব ধরে রাখা জরুরি। আপনি যদি সঠিকভাবে তাদের বোঝার চেষ্টা করেন, তবে শ্রেণিকক্ষে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে।

  • লেখক : সহকারী শিক্ষক, কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ। ঢাকা বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক -২০২৫

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর