Logo

শিক্ষা

প্রধান শিক্ষক নেই নালিতাবাড়ীর ৭০ প্রাথমিক বিদ্যালয়ে

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪২

প্রধান শিক্ষক নেই নালিতাবাড়ীর ৭০ প্রাথমিক বিদ্যালয়ে

সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো প্রধান শিক্ষক। এই উপজেলায় ৫৭ দশমিক ৮৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। একই সঙ্গে এই উপজেলায় ৫৩ জন সহকারী শিক্ষকের পদও খালি রয়েছে। 

নালিতাবাড়ীতে মোট সরকারি প্রাথমিক বিদ্যলয় সংখ্যা ১২১টি। এসব বিদ্যালয়ের মধ্যে ২২টিতে সহকারী শিক্ষককে দিয়ে ‘ভারপ্রাপ্ত’ ও ৪৮ বিদ্যালয়ে ‘চলতি দায়িত্ব’ প্রাপ্ত প্রধান শিক্ষক পরিচয়ে পাঠদান ও প্রশাসনিক কাজ করানো হচ্ছে। উভয় প্রকারে সহকারী শিক্ষককেই পাঠদান ও প্রশাসনিক কাজ করতে হচ্ছে। ফলে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় গুলোতে জোড়াতালি দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলছে। 

জনবল সংকটের করুণ অবস্থা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়েও। বিদ্যালয়সমূহের পাঠদান তদারকি ও মান সমুন্নত রাখতে উপজেলাকে পাঁচটি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। 

পাঁচটি ক্লাস্টারে ৫ জনের স্থলে মাত্র দুইজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজ করছেন। এখানেও তিনটি পদ শূন্য। এছাড়া অফিস সহকারী ২টি পদের দুইটিই শূন্য। মাত্র ১ জন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক রয়েছেন। 

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা বেগম প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘সহকারী শিক্ষকদের দিয়ে পাঠদান ও প্রশাসনিক কাজ বাধ্য হয়ে করাতে হচ্ছে। প্রধান শিক্ষকের শূন্য পদগুলো সম্পর্কে মন্ত্রণালয় অবহিত আছে। সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে।’

বিকেপি/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর