বছরে দুটি টানা ১৫ দিনের ছুটি চান প্রাথমিকের শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭
এক বছরে টানা ১৫ দিনের দুটি ছুটি শিক্ষাপঞ্জিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
দাবি পূরণ না হলে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তিতে জটিলতা তৈরি হবে বলে মনে করেন তারা। গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত একটি আবেদন জমা দেয় প্রাথমিক শিক্ষকদের ১২টি সংগঠনের জোট ‘প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।
আবেদনে বলা হয়, বিধি অনুযায়ী শ্রান্তি বিনোদন ভাতা পেতে হলে শিক্ষকদের একটানা ১৫ দিনের ছুটি প্রয়োজন। বর্তমানে রমজান মাসে একটি দীর্ঘ ছুটি থাকলেও বছরের অন্য সময়ে আর কোনো টানা ১৫ দিনের ছুটি না থাকায় প্রতি তিন বছর অন্তর এ ভাতা পাওয়া যাচ্ছে না।
রমজান মাস প্রতি বছর প্রায় ১০ দিন করে এগিয়ে আসায় তিন বছর পর শিক্ষকদের ভাতা পাওয়ার সময়সীমা পূর্ণ হয় না, ফলে অনেক ক্ষেত্রে চতুর্থ বছরে গিয়ে ভাতা নিতে হয়। শিক্ষক সংগঠনগুলোর দাবি, বছরে যদি দুটি টানা ১৫ দিনের ছুটি রাখা হয়, তবে সব শিক্ষক নিয়ম অনুযায়ী প্রতি তিন থেকে সাড়ে তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পেতে পারবেন।
সংগঠন ঐক্য পরিষদের পক্ষে আবেদনে সই করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান। আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি ২০২৬ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকাটি যুগোপযোগী হলেও কিছু সংশোধন প্রয়োজন বলে মনে করছেন শিক্ষকরা।
পূর্ববর্তী বছরগুলোতে ছুটির মধ্যে পড়া শুক্র ও শনিবারকে শূন্য দিন হিসেবে গণনা করা হলেও বর্তমান ছুটির তালিকায় কিছু ক্ষেত্রে তা ছুটির দিন হিসেবে ধরা হয়েছে। এমন পরিস্থিতিতে ২০২৬ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান সংগঠনটির।
বিকেপি/এনএ

