Logo

শিক্ষা

তৃতীয় শ্রেণির পাঠ পরিকল্পনা- বাংলা

Icon

দিলরুবা খাতুন

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৯

তৃতীয় শ্রেণির পাঠ পরিকল্পনা- বাংলা

পাঠের নাম: মুক্তিযুদ্ধে রাজারবাগ (প্রথম অংশ : পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর))

সময়: ৪৫ মিনিট

তারিখ:

১. শিখনফল :

শিখনফল : এই পিরিয়ড শেষে শিক্ষার্থীরা-

ক. বাক্য ও শব্দে ব্যবহৃত ফলাযুক্ত বা যুক্তবর্ণের ধ্বনি শুনে শনাক্ত করতে পারবে।

 খ. স্পষ্ট উচ্চারণে ছড়া, কবিতা, গল্প ও রূপকথার বিষয়বস্তু বলতে পারবে।

 গ. ধারাবাহিকতা রক্ষা করে রূপকথা ও গল্পের কাহিনি বলতে পারবে।

 ঘ. বাক্য ও শব্দে ব্যবহৃত ফলাযুক্ত বা যুক্তবর্ণের ধ্বনি শনাক্ত করে পড়তে পারবে।

 ঙ. দাঁড়ি, কমা ও প্রশ্নবোধক, বিস্ময়সূচক বিরামচিহ্ন ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য লিখতে পারবে।

 চ. রূপকথা, গল্প ও কবিতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখতে পারবে।

 উপকরণ : পাঠের ছবি, মডেল, শ্রেণিকক্ষের সাধারণ উপকরণ।

 পদ্ধতি/কৌশল : অভিজ্ঞতা বিনিময়, দলগত আলোচনা, প্রশ্নোত্তর।

 ২. পাঠের পূর্ব প্রস্তুতি ও উপকরণ :

ক. উপকরণ :

-পাঠ সংশ্লিষ্ট পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ছবি (যেমন : আপলোড করা প্রথম ছবিটি)।

-ফ্ল্যাশকার্ডে কঠিন শব্দ ও অর্থ লেখা।

-যুক্তবর্ণ বিশ্লেষণের চার্ট বা ফ্ল্যাশকার্ড।

-শিক্ষার্থীদের জন্য মূল বই (বাংলা)।

-শিক্ষক কর্তৃক পাঠ্যাংশটি ভালোভাবে পড়ে প্রস্তুতি নেওয়া।

 ৩. স্বাগত ও কুশল বিনিময় :

-শিক্ষক শিক্ষার্থীদের হাসিমুখে আসসালামু আলাইকুম/শুভ সকাল জানিয়ে স্বাগত জানাবেন।

-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং সংক্ষিপ্ত হাসি-খুশির কার্যকলাপের (যেমন : একটি ছোট ছড়া আবৃত্তি) মাধ্যমে কদ্বাসে আনন্দময় পরিবেশ তৈরি করবেন।

৪. পাঠ ঘোষণা :

-শিক্ষক শিক্ষার্থীদের কাছে তাদের ছুটির দিনের অভিজ্ঞতা বা জাদুঘর দেখার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইবেন।

-তাদের উত্তরগুলো নিয়ে এসে শিক্ষক আজকের পাঠের প্রতি আগ্রহ তৈরি করবেন।

-শিক্ষক বলবেন : ‘আজ আমরা একটি মজার গল্প পড়ব, যেখানে রিতা ও রবিন তাদের মামার সাথে একটি বিশেষ জায়গায় বেড়াতে গিয়েছিল। আমাদের আজকের পাঠের বিষয় হলো ‘মুক্তিযুদ্ধে রাজারবাগ’ (প্রথম অংশ)।’

 ৫. উপস্থাপন পর্ব :

 ক. ছবি প্রদর্শন ও আলোচনা :

-শিক্ষক পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ছবিটি (পাঠ্যপুস্তকের ছবি)বোর্ডে প্রদর্শন করবেন।

-শিক্ষার্থীরা ছবিতে কী দেখতে পাচ্ছে, সে বিষয়ে জিজ্ঞাসা করবেন।

-প্রশ্ন : এটি কিসের ছবি?

-এটি কোথায় আছে?

-শিক্ষক বলবেন : ‘ছবিটি হলো ঢাকার রাজারবাগে অবস্থিত পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের। তোমরা জানো কি, জাদুঘরে কী রাখা হয়?’ শিক্ষার্থীদের উত্তর শুনে জাদুঘরের ধারণা দেবেন।

খ. শিক্ষক এর আদর্শ পাঠ :

-শিক্ষক শিক্ষার্থীদের বই খুলতে বলবেন এবং পাঠ্যাংশটুকু স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে, উপযুক্ত গতিতে ও স্বরক্ষেপণে পড়বেন।

-শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে এবং নীরবে আঙুল দিয়ে ধরে পাঠ অনুসরণ করবে।

 গ. কঠিন শব্দের অর্থ বলা ও বাক্য গঠন :

-পাঠ্যাংশ থেকে কঠিন শব্দগুলো চিহ্নিত করে বোর্ডে লিখবেন এবং শিক্ষার্থীদের সহায়তায় অর্থ বলবেন।

  শব্দ: স্মৃতি, স্বরণ, বিক্রয়কেন্দ্র, লাইব্রেরি/পাঠাগার, বিমুগ্ধ।

         শব্দ                           অর্থ

        স্মৃতি -                       মনে রাখা

       স্বরণ-                           মনে করা

    বিক্রয়কেন্দ্র -            জিনিস বিক্রির স্থান

    পাঠাগার -                  বই পড়ার জায়গা

      বিমুগ্ধ -                        মুগ্ধ হওয়া

-জোড়ায় কাজ : শিক্ষার্থীরা জোড়ায় জোড়ায় একটি বা দুটি নতুন শব্দ (যেমন : স্মৃতি, বিমুগ্ধ) দিয়ে ছোট বাক্য তৈরি করবে।

 ঘ.  যুক্তবর্ণ বিশ্লেষণ ও উচ্চারণ অনুশীলন :

-শিক্ষক আজকের পাঠে থাকা ফলাযুক্ত যুক্তবর্ণগুলো বোর্ডে লিখবেন বা ফ্ল্যাশকার্ডে দেখাবেন।

      যেমন: স্মৃতি -  স্মৃ=স্+ম্+ঋ  

              বিক্রম-ক্র= ক্ + র- ফলা,

               বিভিন্ন -  ন্ন= -ন+ন

-শিক্ষক যুক্তবর্ণগুলো বিশ্লেষণ করে দেখাবেন এবং শিক্ষার্থীদের সাথে সঠিক উচ্চারণ অনুশীলন করবেন।

-একক কাজ : শিক্ষার্থীরা প্রত্যেকে ‘র ফলা’ ও ‘ম ফলা’ আছে এমন আরও দুটি করে শব্দ খুঁজে খাতায় লিখবে।

 ঙ. শিক্ষার্থীদের পাঠ :

- শিক্ষক ৪-৫ জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে পাঠ্যাংশটি পড়তে বলবেন।

-শিক্ষক তাদের উচ্চারণ, জ্যোতিচিহ্ন ব্যবহার এবং পড়ার গতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সহায়তা করবেন।

৬. দলীয়, জোড়ায় ও একক কাজ :

ক. দলীয় কাজ :

-শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে দেবেন।

-কাজ : গল্পটির মূলভাব নিয়ে আলোচনা করবে যেমন :

১. রিতা ও রবিন কোথায় গেল?

২. সেখানে কী কী দেখল?

আলোচনা শেষে প্রতিটি দলের একজন সদস্য সংক্ষেপে মূলভাবটি বলবে।

 খ. একক কাজ :

-শিক্ষক নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে বলবেন :

-পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোথায় অবস্থিত?

-রিতা আর রবিন জাদুঘরে গিয়ে কী দেখে আনন্দিত হলো?

-জাদুঘরের ভেতরে কী কী রাখা আছে?

৭. মূল্যায়ন :

লিখিত মূল্যায়ন :

১. পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোথায় অবস্থিত?

২. কত সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল?

৩. রিতা ও রবিন কার সাথে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল?

৪. রিতা ও রবিনের মামা তাদের জন্য জাদুঘরের বিক্রয়কেন্দ্র থেকে কী কিনে দিয়েছিলেন?

৫. জাদুঘরের নিচে নামলে সেখানে পুলিশের কীসের অস্ত্র ও পোশাক রাখা আছে?

-যারা উত্তর লিখতে পারছে না, তাদের প্রতি শিক্ষক বিশেষ মনোযোগ দেবেন।

 ৮. বাড়ির কাজ :

-শিক্ষক নিম্নলিখিত কাজটি বাড়ির কাজ হিসেবে দেবেন :

-‘মুক্তিযুদ্ধে রাজারবাগ’ গল্পটিতে রিতা ও রবিনের মামা তাদের জন্য দুটি বই কিনে দিয়েছিলেন। তুমি তোমার পছন্দের যেকোনো দুটি বইয়ের নাম লিখে আনবে।

৯. সমাপ্তি ঘোষণা-

-শিক্ষক বলবেন : ‘আজ আমরা পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের কথা জানতে পারলাম এবং রিতা-রবিনের সাথে জাদুঘর ঘুরে এলাম। আগামী কদ্বাসে আমরা জানব পুলিশ কীভাবে মুক্তিযুদ্ধ শুরু করেছিল।’

-শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ সমাপ্ত করবেন।

লেখক: ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর