সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সতর্ক বিজ্ঞপ্তি অধিদপ্তরের
প্রাথমিক শিক্ষা ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
গত মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় হয়, নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে। শিক্ষক নিয়োগের রোল নম্বর প্রদান, আসনবিন্যাস, প্রশ্নপত্র মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়নসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে করা হয়। এখানে কোনো স্তরেই অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই।
কোনো প্রকার দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করার জন্যও কঠোর নির্দেশনা দেওয়া হয়। একইভাবে, কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রæতি দিলে তাকে দ্রুত থানায় সোপর্দ করতে বা গোয়েন্দা সংস্থাকে জানাতে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হতেও সতর্ক করা হয়। ১০ লাখ ৮০ হাজার প্রার্থীর এ বিশাল কর্মযজ্ঞে প্রশ্নপত্র ফাঁস বা ‘কেন্দ্র কন্টাক্ট’ নিয়ে চাকরিপ্রার্থীদের শঙ্কা কাটাতে এবার প্রশাসন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর।
বিকেপি/এনএ

