Logo

শিক্ষা

প্রাথমিকে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে নির্দেশনা

Icon

প্রাথমিক শিক্ষা ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১৯

প্রাথমিকে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে নির্দেশনা

সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ জানুয়ারি মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ও রেজিস্ট্রেশন করতে পারবেন।

গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন স্কুলগুলোর শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা ২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আগ্রহী বলে এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন আহবান করেছে।

এতে আরও বলা হয়, প্রতিয়োগিতায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশনের জন্য কোনো অর্থ প্রয়োজন নেই। প্রতিযোগিতাগুলো এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রতিযোগীদের ১ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন ও আবেদন শুরু হয়েছে। আর ১৫ জানুয়ারি পর্যন্ত ওয়েবসাইটগুলোর মাধ্যমে রেজিস্ট্রেশন-আবেদন করতে হবে।

ওয়েবসাইটগুলো নিম্নরূপ : চিত্রাঙ্কন : https://art.infostudents.com

কবিতা আবৃত্তি : https://poem.infostudents.com

একক বিতর্ক : https://debate.infostudents.com

গজল : https://gazal.infostudents.com

ক্রিকেট : https://cricket.infostudents.com

ফুটবল : https://football.infostudents.com

ব্যাডমিন্টন : https://badminton.infostudents.com

কারাতে : https://karate.infostudents.com

এমন পরিস্থিতিতে আয়োজিত চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতা এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর