Logo

শিক্ষা

মাদরাসার বাচ্চাদের কোরআন পড়ার আগ্রহ বাড়ানোর উপায়

Icon

হাফেজ মাওলানা ক্বারী মেহেদী হাসান

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫১

মাদরাসার বাচ্চাদের কোরআন পড়ার আগ্রহ বাড়ানোর উপায়

মাদরাসার শিক্ষার্থীদেও কোরআনের প্রতি আগ্রহ বাড়াতে হলে আদব, মহব্বত, শৃঙ্খলা ও হিকমাহপূর্ণ পদ্ধতি একসাথে প্রয়োগ করা জরুরি। নিচে মাদরাসার পরিবেশ উপযোগী করে বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হলো।

১. আদর ও মহব্বতের সাথে পড়ানো

ভয় দেখিয়ে নয়; স্নেহ, হাসিমুখ ও আন্তরিকতার মাধ্যমে পড়ালে ছাত্রদের মন কোরআনের দিকে ঝুঁকে পড়ে। মুখ গোমরা নয়, রাগ করে নয়, আদর-ভালোবাসা দিয়ে পড়ালে আশা করা যায় শিক্ষার্থীর মনোযোগ বৃদ্ধি হবে।

২. উস্তাদের নিজস্ব আদব ও আমল

উস্তাদের আখলাক, সময়ানুবর্তিতা ও কোরআনের প্রতি সম্মানই ছাত্রদের জন্য সবচেয়ে বড় দাওয়াত। নিজের ভাবমূর্তি-অবস্থান ও নববী আদর্শ শিক্ষকের মাঝে থাকা জরুরি। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক।

৩. পড়ার আগে ছোট নসিহত

দৈনিক দারসের আগে ২-৩ মিনিট কোরআনের ফজিলত ও আদব সম্পর্কে সংক্ষিপ্ত নসিহত ছাত্রদের হৃদয় নরম করে। দরসের আগে সুযোগ না হলে যেকোনো সময় নসিয়ত নিয়মিত হওয়া। নসিহতে সাহাবী, ইমাম ও আকাবিরদের ঘটনাও অন্তর্ভুক্ত করা।

৪. নিয়মিত সবক দেওয়া ও ঠিকমতো শুনে নেওয়া

ছোট ছোট সবক, নিয়মিত তাকরার ও মনোযোগ দিয়ে শুনে নেওয়া- এতে কোরআনের সাথে সম্পর্ক মজবুত হয়। একদিন বেশি আরেকদিন কম, এমন না হওয়া। একটা ধারাবাহিকতা থাকলে ভালো। কেননা, হাদিসে আছে যেকোনো ছোট আমল নিয়মিত হলে আল্লাহ অধিক পছন্দ করেন।

৫. সুন্দর কণ্ঠে উস্তাদের তিলাওয়াত

উস্তাদের সুন্দর ও শুদ্ধ তিলাওয়াত ছাত্রদের মনে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। এতে গলার স্বর সুমধুর হওয়া জরুরি নয়, উচ্চতর সহিহ হওয়া জরুরি।

৬. উৎসাহ ও প্রশংসা প্রদান

ভালো পড়লে সবার সামনে বাহবা, দোয়া বা ছোট পুরস্কার দিলে পড়ার আগ্রহ অনেক বেড়ে যায়। পাশাপাশি বড় হওয়ার স্বপ্ন দেখানো। অমুকের মতো হতে হবে তোমাকে, অমুকের মতো আমলদারী হতে হবে।

৭. বকা ও শাস্তি সীমিত রাখা

প্রয়োজন ছাড়া কঠোরতা নয়; ভুল হলে ধৈর্যের সাথে সংশোধন করা জরুরি। বিশেষ প্রয়োজন অনুমতি সাপেক্ষ সীমিত শাস্তি প্রয়োগ করা যেতে পারে।

৮. পরিষ্কার পরিবেশ ও কোরআনের আদব শেখানো

পরিষ্কার পোশাক, অজু অবস্থায় পড়া, কোরআন উঁচুতে রাখা- এসব আদব আগ্রহ বাড়ায়। টুপি, গেন্জিসহ সকল পোশাক সর্বদা পরিষ্কার রাখার চেষ্টা করা।

৯. কোরআনের সাথে আমলের সম্পর্ক বোঝানো

আয়াতের সহজ অর্থ ও আমলিক দিক সংক্ষেপে বুঝিয়ে দিলে ছাত্ররা কোরআনকে জীবনের অংশ মনে করে। বিশেষ বিশেষ আয়াতের অর্থ ও সংক্ষিপ্ত তাফসির তুলে ধরলে কোরআনের প্রতি আগ্রহ বেড়ে যাবে।

১০. ছাত্রদের জন্য নিয়মিত দোয়া করা

উস্তাদ ও অভিভাবকদের দোয়াই ছাত্রদের ইলমে বরকতের সবচেয়ে বড় মাধ্যম। হাত তুলে মন থেকে দোয়া করা। বিশেষ মা-বাবার দোয়া সন্তানের সফলতার জন্য অপরিহার্য। তাই নাম ধরে বেশি বেশি দোয়া করা।

শেষ কথা: মাদরাসার বাচ্চারা কোরআন পড়বে শুধু দায়িত্ব হিসেবে নয়, ভালোবাসা ও সম্মানের সাথে- এই পরিবেশ তৈরি করাই উস্তাদের সবচেয়ে বড় সাফল্য। আল্লাহ তাআলা আমাদের মাদরাসার ছাত্রদেরকে কোরআনের প্রকৃত খাদেম বানান। আমীন।

লেখক : চেয়ারম্যান, মাশকুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক, অনলাইন হিফজ মাদরাসা


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদরাসা শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর