Logo

শিক্ষা

আড়াই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইইউবির ২৬তম সমাবর্তন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৭:১০

আড়াই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইইউবির ২৬তম সমাবর্তন

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবারের (২১ জানুয়ারি) সমাবর্তনে মোট ২,৪৯৬ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৪০ জন স্নাতক ও ৩৫৬ জন স্নাতকোত্তর পর্যায়ের সনদ লাভ করেন।

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার সনদ বিতরণ করেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আচার্য স্বর্ণপদক পান পাঁচ স্নাতক। তারা হলেন মার্কেটিং বিভাগের সাজিদ বিন মোহাম্মদ (যিনি ভ্যালেডিক্টোরিয়ানও নির্বাচিত হন), হিসাববিজ্ঞান বিভাগের তাসনুভা মাহমুদ, পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের আসাদুল্লাহ ইবনে মাসুদ ও জাহরা আলম লিয়া এবং ফার্মেসি বিভাগের নাজমুন নাহার। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সমান দক্ষতার জন্য গ্লোবাল স্ট্যাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগের আহমদ তাওসিফ জামী ‘অল-রাউন্ডার’ স্বর্ণপদক লাভ করেন।

অধ্যাপক ড. সি. আর. আবরার তার বক্তব্যে বলেন, ‘গণতন্ত্র টিকে থাকে তখনই, যখন মানুষ সচেতন থাকে, প্রশ্ন করে, আর প্রয়োজন হলে দাঁড়িয়ে কথা বলে। বিশ্ববিদ্যালয় শুধু সনদ পাওয়ার জায়গা নয়, এখানে মানুষ ভাবতে শেখে, কর্তৃত্বকে প্রশ্ন করতে শেখে।’

ড. শহিদুল আলম নবস্নাতকদের উদ্দেশে বলেন, ‘ডিগ্রি পাওয়ায় অভিনন্দন। এবার এগিয়ে যাওয়ার পালা, মানুষের জন্য কাজ করার পালা। এমন কিছু করো যেন তোমাদের পায়ের ছাপ মুছে না যায়।’

উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম বলেন, ‘বাংলাদেশের এখন প্রয়োজন এমন এক প্রজন্ম, যারা নতুন নতুন সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। এজন্য চাই কৌতূহল, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক মনোভাব।’

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অসাধারণ ফলাফল এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড, সমাজসেবা ও খেলাধুলায় কৃতিত্বের জন্য মোট ১৮ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আইইউবির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক স্নাতককে অমর একুশে বইমেলায় ব্যবহারের জন্য ৫০০ টাকার একটি ‘বুক ভাউচার’ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিও লুন্ড, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দিনের মূল অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর