ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯২ শতাংশের বেশি ফেল
শিক্ষা ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৪:০২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘোষিত এই ফলে দেখা গেছে, বিপুল সংখ্যক শিক্ষার্থীর এই ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হতে পেরেছেন মাত্র ৭ দশমিক ৪৬ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯২ দশমিক ৫৪ শতাংশই পাসের ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারেননি।
প্রতিযোগিতাপূর্ণ এই ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এবার ১ লাখ ১৪ হাজার ১১৪ জন আবেদন করেছিলেন। পরীক্ষায় শেষ পর্যন্ত অংশ নেন ১ লাখ ২ হাজার ৯৩ জন। এর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৭ হাজার ৬২১ জন। উদ্বেগের বিষয় হলো, পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ নানা কারণে ৪ হাজার ২৭৮ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর ৪ দশমিক ১৯ শতাংশ।
বিভাগভিত্তিক পাসের পরিসংখ্যানে দেখা যায়, উত্তীর্ণদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৭ হাজার ২১২ জন, মানবিক থেকে ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৯ জন শিক্ষার্থী রয়েছেন। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে লগইন করে ফলাফল জানতে পারবেন। এছাড়া মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে DU SCI <রোল নম্বর> লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
যেসকল শিক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষ করতে চান, তারা নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আগামী ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ৩ ফেব্রুয়ারি।
ডিআর/এমএন

