‘বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬’ শুরু হচ্ছে শনিবার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO) ২০২৬-এর জাতীয় পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ জাতীয় পর্বের আয়োজন করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের নির্বাহী কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
২০১৯ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের এটি অষ্টম আসর। জাতীয় পর্বের আগে সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক পর্ব আয়োজন করা হয়। আঞ্চলিক পর্বগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনীতিতে আগ্রহী তরুণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, দেশে অর্থনৈতিক শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মের মধ্যে বিশ্লেষণধর্মী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতাটি জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড— এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের অর্থনৈতিক ধারণা, তাত্ত্বিক জ্ঞান ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হবে।
অনুষ্ঠান শুরু হবে শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে অংশগ্রহণকারীদের নিবন্ধনের মাধ্যমে। সকাল ৯টা ১৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত জাতীয় পর্যায়ের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১১টা ৪৫ মিনিট থেকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধনী বক্তব্য দেবেন নির্বাহী কমিটির সভাপতি মো. আল-আমিন পারভেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
অনুষ্ঠান উপস্থাপনা করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এছাড়া উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
এ সময় ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। ব্যাংকিং বিষয়ক বিশেষ সেশন পরিচালনা করবেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোইন।
এছাড়াও নিট্ট ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করবেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অ্যাম্বাসাডর মো. মনসুরুল হক।
আয়োজকরা জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি বিভাগের শীর্ষ তিনজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। একই সঙ্গে স্বেচ্ছাসেবক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হবে।
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। যার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং বিশ্লেষণধর্মী দক্ষতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমবি

