Logo

সারাদেশ

বিল শুকিয়ে মাছ আহরণ, চাষিদের কপালে চিন্তার ভাঁজ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ২০:১০

বিল শুকিয়ে মাছ আহরণ, চাষিদের কপালে চিন্তার ভাঁজ

ছবি : বাংলাদেশের খবর

বিল শুকিয়ে মাছ আহরণের ফলে পানির অভাবে বোরো ফসল নিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের চাষিরা। 

এতে গজারিয়া, ভূতিয়ারপুর, রামপুরসহ বেশ কয়েকটি গ্রামের শত শত একর রোপণকৃত জমি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এর প্রতিকার চেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও সুফল মিলেনি৷অভিযোগ উঠেছে উল্টো বিলে জড়িত ব্যক্তিরা হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন।

এর প্রতিবাদে বুধবার (৫ মার্চ) দুপুরে ওই ইউনিয়নের কসমা বিল পাড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। 

মানববন্ধনে চাষিরা বলেন, ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল রাজ্জাক মিয়াসহ কতিপয় কিছু লোক নিয়মনীতির তোয়াক্কা না করে পুলিশের সহায়তা নিয়ে কসমা বিল শুকিয়ে মাছ সংগ্রহ করেন। এতে পানি সংকটের কারণে ফসল নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, শুধু তাই নয় আ. রাজ্জাক (মাস্টার) মিয়া একজন ভূমি দস্যু। আমাদের জমি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে। আমরা তার উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত আ. রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকূন নুর বলেন, ‘বিল শুকিয়ে মাছ ধরার একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’

মো. আব্দুল হালিম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর