Logo

রাজধানী

দুলাভাইয়ের কাঁচির আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:৩৭

দুলাভাইয়ের কাঁচির আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজধানীর কোতোয়ালী থানাধীন ইসলামপুর এলাকায় দুলাভাইয়ের কাঁচির আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত (৯ মার্চ) সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

নিহত সেলিম রাজা (৪০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নুরুল হক মুন্সির ছেলে। তিনি পুরান ঢাকার ইসলামপুরের আশেক লেনে পরিবারসহ বসবাস করতেন।

নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম জানান, সেলিম ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। বেশ কিছুদিন ধরে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে ছোট বোনের জামাই সুমনের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এ বিষয়ে পারিবারিকভাবে সমঝোতার জন্য শুক্রবার (৭ মার্চ) ইসলামপুরে সেলিমের অফিসে এক বৈঠকের আয়োজন করা হয়। আলোচনার একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে সুমন অফিসে থাকা কাঁচি দিয়ে সেলিমকে আঘাত করে গুরুতর আহত করেন।

এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ শনিবার রাতে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

নিহতের পরিবার থেকে জানানো হয়েছে, ঘটনাটি পারিবারিক বিষয় হওয়ায় তারা কোনো অভিযোগ করতে চান না।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর