Logo

রাজধানী

যান চলাচল বন্ধ

বনানীতে দুর্ঘটনায় নারীর মৃত্যু, সড়ক-এক্সপ্রেসওয়ে অবরোধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৯:২৬

বনানীতে দুর্ঘটনায় নারীর মৃত্যু, সড়ক-এক্সপ্রেসওয়ে অবরোধ

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মিনারা আক্তার।

সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন নাম সুরাইয়া আক্তার।

বনানী থানার এসআই কাজী জাহিদুর রহমান আবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পোস্টে পোস্টে বলা হয়েছে, আজ সকালে একজন নারী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তবে কোন পরিবহন কর্তৃক উক্ত দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

উক্ত দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীরা ইনকামিং ও আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে রেখেছেন। গার্মেন্টসকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন।

এ ক্ষেত্রে বনানী-কাকলী ক্রসিং ও মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ থেকে গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং ও ভাইস ভার্সা হয়ে আউটগোয়িং এ চলাচল করা যাচ্ছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ফেসবুক পোস্টে জানানো হয়।

ডিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর