Logo

বিনোদন

বোল্ড সাজে উষ্ণ শুভশ্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:০৩

বোল্ড সাজে উষ্ণ শুভশ্রী

কাজ এবং সংসার—দুটোই একসঙ্গে সুন্দরভাবে সামলাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘সুপারমম’ হিসেবে তার এই যাত্রা দর্শকদের কাছেও প্রশংসিত। বর্তমানে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘রায়বাঘিনী ভবশঙ্করী’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

অভিনয়ের পাশাপাশি শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় তার ফ্যাশন সেন্সও শেয়ার করেন। কখনো ডিগ্ল্যাম চরিত্র, কখনো বৃদ্ধার ভূমিকায়—অভিনয়ের দিক থেকে তিনি প্রতিনিয়ত নতুন কিছু উপস্থাপন করেন। মাঝে মধ্যেই তার বোল্ড ফটোশুটের ছবি নেটপাড়ায় আলোচনার জন্ম দেয়।

শনিবারও (১২ এপ্রিল) শুভশ্রী তার ইনস্টাগ্রামে নতুন একটি ফটোশুটের বেশকিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে নীল গাউনে তাকে দেখা গেছে উষ্ণ আবেদনে, উর্ধ্বাঙ্গ অনাবৃত এবং চোখেমুখে দুষ্টু আবেদন—যেন এক বন্য সুন্দরী। তার এই লুক দর্শকদের কাছে একটি নতুন চমক হিসেবে ধরা দিয়েছে। নিজের স্টাইলের মাধ্যমে আরও একবার দর্শকদের নজর কাড়লেন টলিউড ফ্যাশনিস্তাখ্যাত অভিনেত্রী।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর