৫ ওয়াক্ত নামাজ পড়েন টাবু, কতটা ধার্মিক শাহরুখ-সালমান?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৫:৫০
-67fb88ec6f80d.jpg)
ছবি : সংগৃহীত
বলিউডের তারকাদের ব্যক্তিজীবন ও ধর্মচর্চা নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই বেশি। বিশেষ করে মুসলিম তারকাদের ধর্মীয় জীবন নিয়ে জিজ্ঞাসা করা হয় প্রায়ই। সম্প্রতি এক লাইভ চ্যাটে উঠে আসে শাহরুখ খান, সালমান খান ও তাবাসসুম ফাতিমা হাশমি ওরফে টাবুর ধর্মীয় অভ্যাস ও মানসিকতা নিয়ে আলোচনা। জানা গেছে, অভিনেত্রী টাবু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। অন্যদিকে, শাহরুখ খান পরিচিত তাঁর দানশীলতা, মানবিকতা ও সহানুভূতির জন্য। সালমান খান সম্পর্কে জানা না গেলেও, তিনি যেকোনো প্রয়োজনে পাশে থাকেন বলেই সুনাম কুড়িয়েছেন।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। রেডিফের এক লাইভ চ্যাটে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি জানান, দিনে পাঁচবার নামাজ না পড়লেও তিনি রমজানে রোজা রাখেন এবং নিয়মিত জাকাত দেন। নিজের আয়ের পাঁচ শতাংশ দান করেন তিনি, যা ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ অনুশীলন।
ফারাহ বলেন, ‘আমি নামাজ পড়ি না, কিন্তু রোজা রাখি এবং জাকাত দিই। আমি সবসময় চেষ্টা করি ভালো মানুষ হওয়ার, সৎ থাকার, এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার। কঠোর পরিশ্রম করি। আমি মনে করি, নামাজ পড়েও যদি কেউ এসব না করে, তাহলে তা অর্থহীন। বরং ভালো ব্যবহার, সহানুভূতি ও সততা বেশি গুরুত্বপূর্ণ।’
শাহরুখ, সালমান ও টাবু প্রসঙ্গে ফারাহ আরও বলেন, ‘শাহরুখ খুবই ভালো মানুষ, অনেক দান করেন এবং মানুষকে সাহায্য করতে সবসময় এগিয়ে আসেন। টাবু আমার খুব কাছের বন্ধু, সে নিয়মিত নামাজ পড়ে এবং দারুণ ভালো মানুষ। সালমান সম্পর্কে আমি খুব বেশি জানি না, তবে জানি, কেউ বিপদে পড়লে সে দেরি না করে সাহায্য করতে এগিয়ে আসে।’
ডিআর/টিএ