
নানা ‘বিতর্কের’ জন্ম দিয়ে বিভিন্ন সময় আলোচনার মধ্যে থাকেন চিত্রনায়িকা পরীমণি। গত ১৬ এপ্রিল ‘Blackmailer!!!’ লিখে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। এর আগের দিন ১৫ এপ্রিল পোস্টে লেখেন, ‘তোমার মা- মা আর বাকি সব খা***নকি???’ এতেই নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। অনেকেই ধারণা করেছেন, গায়ক শেখ সাদীকে উদ্দেশ্য করে তিনি এই দুই পোস্ট দিয়েছেন। এর কয়েক মাস আগে তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়।
তবে কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, দু’জনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। ফেসবুকে কাছাকাছি সময়ে দুই ধরনের পোস্ট দিয়েছেন তারা। পরীমণি ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদী তিনটি ডট দিয়েছেন। দু’জনের পোস্টে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা বলেছেন।
এর মধ্যেই সোমবার পরীমণি দেখা গেল বেশ চনমনে। সকাল ৮টা ২২মিনিটে নিজের ফেসবুক পেজে চারটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সকাল সকাল’। ছবিতে বেশ আনন্দে রয়েছেন বলে মনে হচ্ছে তাকে। তবে কি শেখ সাদীর সঙ্গে ‘বিচ্ছেদের’ শোক ঘুচল? নতুন কারো সাথে পরিচয় বা প্রেম হলো? হঠাৎ এমন ‘লুকের’ রহস্য কী?- এমন প্রশ্ন তার ভক্ত-অনুরাগীদের।
ভ্ক্তদের অনেকেই জানতে চেয়েছেন, ছবিগুলো কোথায় তোলায় হয়েছে। একজন কমেন্ট করেছেন, ‘আপু কি বরিশালে?’ আরেকজন কমেন্টে লিখেছেন, ‘নতুন প্রেমে পড়লেন না কি আপু?’ কিন্তু ছবিগুলো কোথায় তুলেছেন বা বর্তমানে কোথায় রয়েছেন- সে সম্পর্কে পোস্টে বা কমেন্টে কিছু বলেননি পরীমণি।
এমজে