কাশ্মীর কাণ্ড নিয়ে পোস্ট করে ডিলিট, বিতর্কে পাকিস্তানি নায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:২৮

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এক শোকবার্তা দিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই বার্তা মুছে ফেলেন তিনি। এতে শুরু হয় তুমুল বিতর্ক। প্রশ্ন উঠছে, কার চাপে পোস্ট ডিলিট করলেন এই অভিনেত্রী?
বলিউডের ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে ভারতে জনপ্রিয়তা পান মাহিরা খান। পুলওয়ামা হামলার পর পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নিষেধাজ্ঞা আরোপ করা হলে মাহিরার বলিউড-যাত্রা থেমে যায়। এরপর দীর্ঘ সময় তিনি ভারতীয় সিনেমায় আর দেখা না গেলেও সম্প্রতি ফের আলোচনায় আসেন পহেলগাঁও হামলার প্রসঙ্গে।
ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিরা লিখেছিলেন, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের হিংসার ঘটনা কাপুরুষোচিত কাজ ছাড়া কিছুই নয়। পহেলগাঁও কাণ্ডের ভুক্তভোগীদের প্রতি আমার গভীর সমবেদনা।
পোস্টের শেষে তিনি মন খারাপের একটি ইমোজিও যোগ করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি সেই বার্তা মুছে ফেলেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শুরু হয় সমালোচনার ঝড়। কেউ বলছেন, পাকিস্তান সরকারের চাপেই হয়তো তিনি পোস্টটি মুছতে বাধ্য হয়েছেন। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি কি ভারতীয় সিনে দুনিয়ায় ফেরার ইঙ্গিত দিচ্ছেন?
তবে, এ বিষয়ে মাহিরা কোনো ব্যাখ্যা দেননি এখনো।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বিকেলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এতে ২৬ জন নিহত হন। এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরাসরি সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলেছে। দেশটির চলচ্চিত্র অঙ্গন থেকেও পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ করার দাবিতে জোরালো বক্তব্য আসে।
ফিল্ম ফেডারেশন ও টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত বুধবার এক বিবৃতিতে পাকিস্তানি তারকাদের বলিউডে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান।
- এটিআর