বিজয় দেবরকোন্ডা
পাকিস্তানিরা এমনিতেই দুর্ভোগে, আক্রমণের প্রয়োজন নেই

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:২৬
-680e3e8aa624a.jpg)
কাশ্মীরের পাহেলগাম হামলার ঘটনায় রাজনীতিবিদদের মতো প্রতিবাদের সুর চড়াচ্ছেন ভারতের বিনোদন জগতের তারকারাও। এবার সেই তালিকায় নাম উঠে এল দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডার। নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘কাশ্মীরে যা চলছে, তার একমাত্র সমাধান শিক্ষার প্রসার, যাতে সহজে স্থানীয় যুবকদের মগজ ধোলাই করা না যায়। ওরা কী পাবেন? কাশ্মীর ভারতের, কাশ্মীরিরা আমাদের।’
রোববার (২৭ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, একটি সিনেমার প্রচারে গিয়ে বিজয় এসব কথা বলেছেন। এ সময় তিনি ভারতীয়দের ঐক্য বজায় রাখারও আহ্বান করেন।
বিজয় বলেন, পাকিস্তান তো নিজেদের দেখভাল নিজেরাই করতে পারে না। ওদের প্রয়োজনীয় জল, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনো প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকরাই নিজেদের সরকারের ওপর বিরক্ত।
এরপরই বিজয় দাবি করেন, ভারতীয় নাগরিকদের উচিত পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা। তার কথায়, শিক্ষাই মূলধন। আসুন আমরা সুখে থাকি, আমাদের অভিভাবকদের সুখে রাখি। একমাত্র এই পথেই উন্নতি।
এর পাশাপাশি বিজয় নিজের স্মৃতি রোমন্থনও করেছেন। বছর দুয়েক আগে ছবির কাজে কাশ্মীরে গিয়েছিলেন অভিনেতা। সেখানে জন্মদিনও পালন করেছিলেন। সেই সুখস্মৃতি পাহেলগাম কাণ্ডের পরই এক্স হ্যান্ডলে ভাগ করে নেন তিনি এবং সাম্প্রতিক ইস্যুতে কথা বলেন।