ব্যথা সারাতে ১৫ দিন প্রস্রাব পান করেন ভারতীয় অভিনেতা পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৭:০৪
-680f62c36f0f7.jpg)
হাঁটুর চোট সারাতে ওষুধ নয়, প্রস্রাব পানই নাকি অব্যর্থ ওষুধ। অজয় দেবগণের বাবার পরামর্শে নাকি সে কাজই করেছিলেন। টানা ১৫ দিন বিয়ারের মতো মূত্রপান করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করেন বলিউড অভিনেতা ও বিজেপি সংসদ সদস্য পরেশ রাওয়াল।
সোমবার (২৮ এপ্রিল) সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পরেশ রাওয়াল একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন। সেখানে পরেশ জানান, রাজকুমার সন্তোষীর ‘ঘটক’ ছবির শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পান তিনি। তড়িঘড়ি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে যান। চিকিৎসকরা জানিয়ে দেন চোট সারতে কমপক্ষে দুই থেকে আড়াই মাস লাগবে।
পরেশ রাওয়াল জানান, এরই মধ্যে হাসপাতালে একদিন অজয় দেবগণের বাবা তাকে দেখতে আসেন। দিনের শুরুতে প্রস্রাব পানের পরামর্শ দেন অজয়ের বাবা। তাতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠাও আশ্বাস দেন তিনি। তবে যেদিন প্রথম প্রস্রাব পান করা হবে, তার আগের রাতে মদ্যপান, ধূমপান এমনকি খাসির মাংসও খাওয়া যাবে না- এ বিষয়েও গুরুত্বারোপ করেন অজয়ের বাবা।
পরামর্শ শুনে নিজেরও নাকি গা ঘিনঘিন করছিল অভিনেতা পরেশ রাওয়ালের। পরে যদিও সেরে ওঠার জন্য পরামর্শ মানবেন বলে মনঃস্থির করেন। সেই মতো টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল। তারপর এক্স রে রিপোর্ট দেখে তাজ্জব চিকিৎসকরা। তারা দেখেন, দ্রুত সারছে চোট। যে চোট সারতে দুই থেকে আড়াই মাস লাগার কথা, সেখানে মাত্র দেড় মাসেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন অভিনেতা।
পরেশ রাওয়ালয়ের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। কেউ লিখছেন, ‘বমি পাচ্ছে।’ আবার কারও দাবি, ‘মুখ খুললেই বিপদ।’ অনেকে আবার বলছেন, ‘এসব ভুলভাল কথা বলে ভারতের নাম আর কত ডোবাবেন?’
যদিও এই প্রথমবার নয়, এর আগে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মাছ নিয়ে বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে বিপাকে পড়েন বিজেপি সংসদ সদস্য। সেই রেশ কাটতে না কাটতেই পরেশ রাওয়ালের মন্তব্য নিয়ে রীতিমতো হইচই। যদিও এভাবে যে সেরে ওঠা সম্ভব, তা মানতে নারাজ চিকিৎসকরা।
ডিআর/বিএইচ