Logo

বিনোদন

বাদশাহ আলমগীরকে কষে চড় মারতে চান ভারতীয় অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ২১:০২

বাদশাহ আলমগীরকে কষে চড় মারতে চান ভারতীয় অভিনেতা

দক্ষিণী সিনেমার তারকা বিজয় দেবরকোন্ডা সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা তোলপাড় সৃষ্টি করেছে। হায়দরাবাদে ‘রেট্রো’ ছবির প্রচারে যোগ দিয়ে তিনি জানিয়ে দেন যে, অতীতে ফেরার সুযোগ পেলে তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরকে কষে তিনটি চড় মারতে চান।

অর্জুন রেড্ডি খ্যাত এই অভিনেতা বলেন, ‘আমি যদি অতীতে ফিরে যেতে পারি, তাহলে ব্রিটিশদের গালে চড় মারতে চাই। তবে আওরঙ্গজেবকে তিনটি চড় মারতে চাই। “ছাওয়া” সিনেমাটি দেখে আমি খুব রেগে গিয়েছিলাম, এবং এরপর থেকেই এই চিন্তা আমার মাথায় ঘুরছে।’

এ ছাড়া, কাশ্মীরের পরিস্থিতি নিয়েও তিনি নিজের মতামত প্রকাশ করেছেন। বিজয় বলেন, কাশ্মীরে শান্তি আনার একমাত্র পথ হলো শিক্ষার প্রসার। শিক্ষার মাধ্যমে স্থানীয় যুবকদের মগজধোলাই করা সহজ হবে না। ভারতের কোনো প্রয়োজনই নেই পাকিস্তানকে আক্রমণ করার, কারণ তাদের নিজেদের দেশের পরিস্থিতি আগেও ভালো ছিল না।

তিনি পাকিস্তানকে নিয়ে আরও বলেন, পাকিস্তান নিজেদের জল ও বিদ্যুতের অভাব মেটাতে পারেনি। তাদের নাগরিকরাই সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ।

বিজয়ের এই মন্তব্যগুলো একদিকে যেমন আলোচিত হয়েছে, তেমনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তরফ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর