Logo

বিনোদন

অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় দিল ছাত্রদল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:১৭

অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় দিল ছাত্রদল

ছবি : সংগৃহীত

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। রাজধানীর রমনা থানায় সোপর্দের আগে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। সিদ্দিককে মারধর শেষে থানায় নেয়ার পথে প্রকাশ্যে স্লোগান দেয় মারধরকারীরা। 

এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে থানার ভেতরে থেকে পুলিশ বাইরে আসলে সিদ্দিককে তুলে দেয়া হয় তাদের হাতে। সিদ্দিককে যারা মারধর করেছে তারা বিএনপি’র লোকজন বলে নিশ্চিত করেছেন রমনা থানার কর্মকর্তারা।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, আমরা আওয়ামী লীগের একজন দালালকে (সিদ্দিককে) পুলিশে হস্তান্তর করছি।

এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

 এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর