ভারতীয় নায়িকার সঙ্গে অভিনয়
পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে ফাওয়াদ খানের মুভি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪০

পহেলগাঁও হামলার পর বলিউডে নিষিদ্ধ হন পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান। এবার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানেও নিষিদ্ধ হতে চলেছে তার নতুন হিন্দি ছবি ‘আবির গুলাল’। ভারতীয় অভিনেত্রী বাণী কাপূরের সঙ্গে অভিনয় এবং হামলার পর কোনো মন্তব্য না করেই ছবির প্রচারে ব্যস্ত থাকার কারণে নিজ দেশেও সমালোচনার মুখে পড়েছেন এই তারকা।
ছবিটির মুখ্য পরিবেশক সতীশ আনন্দ এক সাক্ষাৎকারে জানান, বাণীর সঙ্গে অভিনয়ের কারণে পাকিস্তানেও ‘আবির গুলাল’ মুক্তি পাচ্ছে না। দুই দেশে ছবি মুক্তি না পেলে প্রযোজকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধের প্রভাব এখন দুই দেশের খেলা, শিক্ষা, এমনকি শিল্প-সংস্কৃতিতেও স্পষ্টভাবে ছায়া ফেলছে। এটি একেবারেই কাম্য নয়।
২০১৬ সালে উরি হামলার পর ঠিক এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন ফওয়াদ। ছবিতে তার সঙ্গে ছিলেন রণবীর কাপূর, ঐশ্বর্য রাই ও অনুষ্কা শর্মা। হামলার পর ভারতজুড়ে বিতর্ক শুরু হয়। তৎপরবর্তীতে পাক শিল্পীদের বলিউডে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এবার পহেলগাঁও ঘটনার পর আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
- এটিআর