Logo

বিনোদন

সাইফুল বারীর কথায় শফি মন্ডল ও রাজীব শাহ্’র দুই গান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৪:০৩

সাইফুল বারীর কথায় শফি মন্ডল ও রাজীব শাহ্’র দুই গান

গীতিকবি সাইফুল বারী-এর লেখা দুটি গান এক সপ্তাহের ব্যবধানে রিলিজ হয়েছে, যা ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তার ‘অন্তরকাবা’ এবং ‘পতিত জমিন’ গান দুটি সংগীতপ্রেমীদের কাছে নতুন প্রাণ পেয়েছে।

‘অন্তরকাবা’ গানটি গেয়েছেন বাউল শফি মন্ডল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন হাফিজ বাউলা। গানটি শ্রোতাদের মন ছুঁয়ে গিয়েছে। 

তার কথার গভীরতা এবং শফি মন্ডলের কণ্ঠের মাধুর্য শ্রোতাদের হৃদয়ে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গানটি সুর বাংলা ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে এবং ইতোমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে।

অন্যদিকে, ‘পতিত জমিন’ গানে কণ্ঠ দিয়েছেন রাজীব শাহ্ এবং এর সুরকারও হাফিজ বাউলা। গানটি জীবনের সংগ্রাম এবং মাটির কথা তুলে ধরেছে। রাজীব শাহ্‌-এর কণ্ঠে গানটি যেন নতুন এক আবেগের সৃষ্টি করেছে। 

গানটি রাজীব শাহ্ মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।

গান দুটি রিলিজের পর সাইফুল বারী বলেন, ‘এই দুটি গান আমার কাছে বিশেষ, কারণ এগুলোর মধ্যে জীবন, দুঃখ এবং প্রেমের প্রতিফলন রয়েছে। শ্রোতাদের ভালোবাসা আমাদের পরবর্তী পথচলার প্রেরণা।’

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর