Logo

বিনোদন

বন্য প্রাণীর মাংস খেয়ে বিপাকে বলিউড অভিনেত্রী ছায়া কদম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৯:১৮

বন্য প্রাণীর মাংস খেয়ে বিপাকে বলিউড অভিনেত্রী ছায়া কদম

আন্তর্জাতিক খ্যাতি পাওয়া বলিউড অভিনেত্রী ছায়া কদম এবার আইনি জটিলতায় জড়ালেন। ‘লাপাতা লেডিজ’ এবং ‘অল ইউ ইমাজিন অ্যান্ড লাইট’ ছবির জন্য প্রশংসার জোয়ারে ভাসলেও, বন্য প্রাণীর মাংস খাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তে নেমেছে ভারতের বনদপ্তর।

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি সাক্ষাৎকারে ছায়া কদমকে বলতে শোনা যায়, তিনি ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন। আর এই স্বীকারোক্তির পরই নড়েচড়ে বসেছে মুম্বইয়ের একটি বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন। তারা এ বিষয়ে বনদপ্তরে লিখিত অভিযোগ জমা দেয়।

সংগঠনের অভিযোগ, ভারতে নিষিদ্ধ বন্যপ্রাণীর মাংস খাওয়ার বিষয়টি একজন জনপ্রিয় অভিনেত্রীর মুখে শোনা গেলে তা সমাজে ভুল বার্তা পৌঁছায়। তাই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।

অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্র বনদপ্তর ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তকারী কর্মকর্তা রাকেশ ভোর ছায়া কদমের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন এবং তাকে তলব করা হয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি বর্তমানে শুটিংয়ের কাজে শহরের বাইরে রয়েছেন। চারদিন পর ফিরে আইনজীবীর পরামর্শ অনুযায়ী আইনি সহযোগিতা নেবেন।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ইগুয়ানা, কচ্ছপ ও হরিণ—এই প্রাণীগুলো সংরক্ষিত তালিকায় রয়েছে। এগুলোর মাংস সংগ্রহ বা ভক্ষণ করলে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়।

এর আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দীর্ঘদিন আইনি বিপাকে পড়েছিলেন বলিউড তারকা সালমান খান। ছায়া কদমের ক্ষেত্রেও এমন পরিণতির শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর