‘পরকীয়ার’ জেরে দূরত্ব? যিশুর তালিকা থেকে উধাও স্ত্রী ও মেয়ে

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৩:৫৪

গত এক বছর ধরে টলিপাড়ায় চলছে অভিনেতা যিশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনা শর্মার দাম্পত্য ভাঙনের গুঞ্জন। এক সময় ‘আদর্শ দম্পতি’ হিসেবে পরিচিত এই তারকা জুটি এখন এক ছাদের নিচে থাকছেন না বলে খবর ছড়িয়েছে বিভিন্ন মহলে। তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের মধ্যেই এবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে সোশাল মিডিয়ায় যিশুর পদক্ষেপ।
সম্প্রতি জানা গেছে, যিশু সেনগুপ্ত ইনস্টাগ্রামে আনফলো করেছেন তার স্ত্রী নীলাঞ্জনা ও বড় মেয়ে সারা সেনগুপ্তকে। যদিও এখনো তিনি ছোট মেয়ে জারাকে অনুসরণ করছেন। যিশুর অনুসরণ তালিকায় মাত্র ৩৪০ জন রয়েছেন, তাই এই পরিবর্তন দ্রুতই নজরে পড়ে যায় নেটিজেনদের।
এর আগে, গত মাসে সারা সেনগুপ্তই প্রথম তার বাবাকে ইনস্টাগ্রামে আনফলো করেন। পাশাপাশি নীলাঞ্জনা তার নাম থেকে ‘সেনগুপ্ত’ পদবী সরিয়ে ‘শর্মা’ ব্যবহার শুরু করেন। এরপর থেকেই তাদের ডিভোর্সের গুঞ্জন আরও জোরালো হয়।
যদিও যিশু এবং নীলাঞ্জনার পক্ষ থেকে দাম্পত্য সম্পর্কে চিড় নিয়ে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের সোশাল মিডিয়ার গতিবিধি এবং পারস্পরিক দূরত্ব নতুন করে নানা প্রশ্ন তুলেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নীলাঞ্জনার মা, বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মৃত্যু হয়। সেই সময় থেকে নীলাঞ্জনার জীবনে একাধিক ঝড় বয়ে গেছে বলে জানা যায়। বিভিন্ন সূত্র বলছে, যিশুর ‘পরকীয়ার’ জেরে দাম্পত্যে দূরত্ব তৈরি হয়। এই কঠিন সময়ে দুই মেয়ে সারাহ ও জারাকে আঁকড়ে ধরে জীবনকে নতুনভাবে গুছিয়ে নিচ্ছেন নীলাঞ্জনা।
এদিকে যিশু বর্তমানে কলকাতা ও মুম্বইয়ে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু মেয়ের ইনস্টাগ্রাম পোস্টে নিয়মিত লাইক দেওয়া যিশুর এমন আচমকা ‘আনফলো’ সিদ্ধান্তে হতবাক অনুরাগীরা।
সব মিলিয়ে যিশু-নীলাঞ্জনার ২০ বছরের বৈবাহিক সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন বিনোদন অঙ্গনের অনেকেই।
- এটিআর