Logo

বিনোদন

ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে নিয়মিত প্রস্রাব পান করেন যে অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১০:১৯

ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে নিয়মিত প্রস্রাব পান করেন যে অভিনেত্রী

ছবি : সংগৃহীত

হাঁটুর চোট সারাতে মূত্রপানের দাবি করে শিরোনামে এসেছিলেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন ‘আশিকি’ খ্যাত অভিনেত্রী অনু আগরওয়াল। তিনি দাবি করেছেন, যৌবন ধরে রাখতে ও ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে তিনি নিয়মিত মূত্রপান করেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এই বিস্ফোরক দাবি করেন অনু। তিনি বলেন, অনেকেই মূত্রের উপকারিতা সম্পর্কে কিছুই জানেন না। এটি যোগশাস্ত্রে ‘আম্রলি’ নামে পরিচিত। আমি নিজে এটি পান করেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ।

তিনি জানান, দিনের প্রথম প্রস্রাবই উপকারী। তবে পুরোটা পান না করে নির্দিষ্ট মাত্রায় খেলেই সেটি কাজ দেয় অমৃতের মতো।

অনুর এমন দাবি ঘিরে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা—বিজ্ঞান কী বলে? জবাবে অনু সাফ জানান, বিজ্ঞান মাত্র ২০০ বছরের পুরোনো, আর যোগশাস্ত্র ১০ হাজার বছরের। আমি অবশ্যই যোগশাস্ত্র মেনে চলব।

এর আগে এক ইউটিউব সাক্ষাৎকারে বলিউড অভিনেতা পরেশ রাওয়াল জানান, রাজকুমার সন্তোষীর ‘ঘটক’ ছবির শুটিংয়ের সময় হাঁটুতে গুরুতর চোট পান তিনি। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা বলেন, সুস্থ হতে অন্তত দুই থেকে আড়াই মাস লাগবে।

এমন সময় তাকে দেখতে যান অজয় দেবগণের বাবা। তিনি পরেশকে পরামর্শ দেন, ‘দিনের প্রথম প্রস্রাব পান কর, তাহলে দ্রুত সুস্থ হবে’।

শুরুতে পরেশের গা ঘিনঘিন করলেও পরে সিদ্ধান্ত নেন, চটজলদি সেরে উঠতে পরামর্শই মেনে চলবেন। ফলে টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন পরেশ। চিকিৎসকরা তার এক্স-রে রিপোর্ট দেখে বিস্মিত হন। মাত্র দেড় মাসেই পুরোপুরি সুস্থ হয়ে যান অভিনেতা।

পরেশ রাওয়ালের সেই বক্তব্য ঘিরে এখনো বিতর্ক কাটেনি। তার মাঝেই অনু আগরওয়ালের মন্তব্যে যেন আগুনে ঘি পড়ল। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন করে আলোচনা—‘এটা কি আদৌ স্বাস্থ্যকর, না কুসংস্কার’?

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর