Logo

বিনোদন

অ্যাকাউন্ট ব্লকড

পাকিস্তানি তারকার ভিডিও দেখতে ভিপিএন কিনছেন ভারতীয়রা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২০:০০

পাকিস্তানি তারকার ভিডিও দেখতে ভিপিএন কিনছেন ভারতীয়রা

সংগৃহীত

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত সরকার কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এরই অংশ হিসেবে ভারতে জনপ্রিয় বহু পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।

ভারতে এখন আর দেখা যাচ্ছে না মাহিরা খান, হানিয়া আমির, ফওয়াদ খান, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, আলি জাফরের মতো তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ফলে ওই তারকাদের কনটেন্ট দেখতে গিয়ে ভারতীয় ব্যবহারকারীরা পাচ্ছেন বার্তা— “এই অ্যাকাউন্ট ভারতে উপলব্ধ নয়”।

তবে এতেই থেমে নেই ভক্তরা। জানা যাচ্ছে, বহু ভারতীয় অনুরাগী এখন ভিপিএন ব্যবহার করে এসব তারকার কনটেন্ট দেখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। বিশেষ করে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ইনস্টাগ্রামে ভারতীয় ফ্যানদের মন্তব্যে বিষয়টি স্পষ্ট।

কারও মন্তব্য, “চিন্তা করবেন না, আমরা ভিপিএন ব্যবহার করে এসেছি, তোমায় ভালোবাসি হানিয়া”। আরেকজন লিখেছেন, “আমরা আপনার জন্য ভিপিএন নিয়েছি”। ভক্তদের এমন ভালোবাসা দেখে আবেগাপ্লুত হানিয়া নিজেই লিখেছেন, “আমি কেঁদেই ফেলবো”।

ভিপিএন ব্যবহার করে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে পারায় আনন্দ প্রকাশ করেছেন হানিয়া। এক ভক্ত লিখেছেন, “আপনি এমন এক ফ্যানবেস তৈরি করেছেন যারা আপনাকে দেখতে ভারত থেকে ভিপিএন কিনে নিচ্ছে। এটি কোনও সাধারণ ভালোবাসা নয়, এটি কিংবদন্তী ফ্যানডম”।

তবে এই দৃশ্যপট দেখে ক্ষুব্ধ অনেক ভারতীয়ই। পাকিস্তানি শিল্পীদের প্রতি এমন ভালোবাসা দেখিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ লিখেছেন, “পাকিদের প্রতি এত প্রেম! এদের পাকিস্তানেই পাঠিয়ে দেওয়া হোক”।

টিএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর