
প্রতিভা অন্বেষণের আসর ‘দীপ্ত স্টার হান্ট’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত। শুক্রবার (৯ মে) রাত ১০টায় দীপ্ত টিভিতে সম্প্রচার হয় জমকালো এই সমাপনী পর্ব।
এবারের স্টার হান্টে চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ ও বরিশালের সাকিব হোসেন। প্রথম রানার্সআপ হয়েছেন যশোরের ফারিহা রহমান ও বরিশালের শফিউল রাজ। এ ছাড়া দ্বিতীয় রানার্সআপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৩ হাজারেরও বেশি প্রতিযোগী। ধাপে ধাপে বাছাইপর্ব পেরিয়ে বিচারকমণ্ডলীদের রায়ে সেরা দশে জায়গা করে নেন শফিউল রাজ, হাফিজ রহমান, শাকিব হোসেন, শিমুল বিশ্বাস, এম এস এইচ লাবন, সানজিদা চৌধুরী, নূপুর আহসান, মিষ্টি ঘোষ, ফারিহা রহমান ও শেখ ফারিয়া হোসেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিজয়ীরা দুই বছরের বিশেষ চুক্তির মাধ্যমে সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এবং টিভি সিরিজে কাজের সুযোগ পাবেন। তাদের পরিচালনা ও প্রচারের দায়িত্বে থাকবে কাজী মিডিয়া লিমিটেড।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিয়েলিটি শোর সম্মানিত জুরি তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলা। এ ছাড়াও উপস্থিত ছিলেন, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, সিইও তাসনুভা আহমেদ টিনা, চলচিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, নির্মাতা অনিমেষ আইচ, নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।