‘সনম তেরি কসম’ থেকে পাক অভিনেত্রীর ছবি মুছে দিল ভারত, ক্ষোভ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৩:০৬
-682440ff4232b.jpg)
অভিনেত্রী মাওরা হোসাইন ও স্বামী আমির গিলানি | ছবি : এক্সপ্রেস ট্রিবিউন উর্দু
ভারতীয় চলচ্চিত্র ‘সনম তেরি কসম’র পোস্টার ও মিউজিক অ্যালবাম কভার থেকে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসাইনের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাওরার স্বামী ও অভিনেতা আমির গিলানি।
সম্প্রতি ভারতের ওটিটি ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধের প্রেক্ষাপটে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করা মাওরার ছবি স্পটিফাই ও ইউটিউব মিউজিক থেকে মুছে ফেলা হয়েছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন আমির গিলানি।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু দুঃখজনকই নয়, অপেশাদারিতার পরিচায়ক। পাকিস্তানি শিল্পীদের জন্যই ভারতীয় চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। অথচ এখন সেই শিল্পীদেরই মুছে ফেলা হচ্ছে।
তিনি আরও বলেন, ছবি মুছে ফেলার চেয়ে ভালো মানের স্ক্রিপ্ট তৈরিতে মনোযোগ দেওয়া উচিত তাদের। কারণ, শিল্পীকে সরিয়ে দিলেও ইতিহাস মুছে ফেলা যায় না।
এ ঘটনায় মাওরার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী ও উপস্থাপিকা হিনা আলতাফ। তিনি বলেন, এসব ছোট মানসিকতার সিদ্ধান্ত একজন শিল্পীর অবস্থানকে প্রভাবিত করে না। মাওরা তার প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
উল্লেখ্য, এটাই প্রথম নয়; এর আগেও পাকিস্তান-ভারত রাজনৈতিক টানাপোড়েনের জেরে একাধিকবার পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচ্চিত্র ও মিডিয়া থেকে বঞ্চিত করা হয়েছে। ফাওয়াদ খান, মাহিরা খান ও আলি জাফরের মতো বহু তারকাই এই নিষেধাজ্ঞার শিকার হয়েছেন।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন উর্দু