জামিন পেলেন সোনাপাচারের অভিযোগে গ্রেপ্তার সেই অভিনেত্রী, তবে...

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৩৮

সোনাপাচার মামলায় জামিন পেলেন কন্নড় চলচ্চিত্রের অভিনেত্রী র্যানা রাও। তবে এতেই মুক্তি মিলছে না তার। কারণ, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া আরেক মামলায় এখনো জামিন পাননি তিনি।
ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বেঙ্গালুরুর অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত মঙ্গলবার (২০ মে) ২ লাখ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করে। একই মামলার আরেক আসামি কোন্দারু রাজুকেও একই শর্তে জামিন দেওয়া হয়েছে।
তবে আদালত থেকে শর্ত আরোপ করে জানানো হয়েছে, জামিন পেলেও র্যানা রাও দেশ ছাড়তে পারবেন না। তাকে পাসপোর্ট জমা দিতে হবে এবং তদন্ত চলাকালীন প্রয়োজন হলে নিজে উপস্থিত হয়ে সহযোগিতা করতে হবে।
এর আগে, চলতি বছরের ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় র্যানাকে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২ কোটি ৬৭ লাখ রুপি নগদ টাকা এবং আনুমানিক ২ কোটি টাকার সোনা। জব্দকৃত অর্থ ও স্বর্ণের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।
পরে তদন্তে দুবাইয়ের শুল্ক বিভাগ জানায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে দুবাই থেকে তিনি সোনা কিনেছিলেন। সে সময় ঘোষণা দিয়েছিলেন, তিনি ওই সোনা নিয়ে জেনেভায় যাবেন। কিন্তু তদন্তে উঠে আসে, ঘোষণার পরও তিনি সোনা নিয়ে ভারতে ফিরে আসেন। যা স্পষ্টতই শুল্ক ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন।
সবমিলিয়ে এখনো আইনের জটিলতায় বন্দি থাকতে হচ্ছে এই কন্নড় অভিনেত্রীকে।
- এটিআর