Logo

বিনোদন

ভারতে অভিনেত্রী তামান্নার বিরুদ্ধে বিক্ষোভ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৪:৫৫

ভারতে অভিনেত্রী তামান্নার বিরুদ্ধে বিক্ষোভ

ভারতের কর্নাটক রাজ্যে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজ্যের সরকারি সাবান ‘মাইসোর স্যান্ডেল’-এর বিজ্ঞাপনে তামান্নাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ। কন্নড় ভাষাভিত্তিক আবেগ থেকে উঠেছে প্রতিবাদের ঝড়।

জানা গেছে, দক্ষিণী এই নায়িকার সঙ্গে ২ বছরের চুক্তি করেছে সংস্থাটি। এ চুক্তির মাধ্যমে তামান্না পাচ্ছেন ৬ কোটি ২০ লাখ টাকা। কিন্তু কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের বাদ দিয়ে তামান্নাকে এই ব্র্যান্ডের মুখ করার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন কর্নাটকবাসী।

বিক্ষোভকারীরা বলছেন, কর্নাটকের ঐতিহ্যবাহী সাবানের প্রচারে স্থানীয় কোনও মুখ থাকা উচিত ছিল। অনেকে কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তের নামও প্রস্তাব করেছেন। সোশাল মিডিয়াতেও চলছে ব্যাপক সমালোচনা।

বিপাকে পড়ে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হন কর্নাটকের শিল্প ও বাণিজ্যমন্ত্রী এমবি পাতিল। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি বলেন, তামান্না ভাটিয়া জাতীয় পর্যায়ে বেশ জনপ্রিয়। মাইসোর স্যান্ডেল আমাদের গর্বের পণ্য। এবার সেটিকে ভারতের অন্যান্য রাজ্যেও পৌঁছে দিতে চাই। এ কারণেই এমন একজনকে বেছে নেওয়া হয়েছে, যার গ্রহণযোগ্যতা সারাদেশে রয়েছে।

তিনি আরও বলেন, কন্নড় চলচ্চিত্র জগতের প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু পণ্যের প্রসার ঘটাতে হলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়—যেমন ব্র্যান্ড অ্যাম্বাসাডরের সামাজিক মাধ্যমে প্রভাব, জনপ্রিয়তা ও বাজারধারণক্ষমতা। সবকিছু বিবেচনায় এনে তামান্নাকে চুক্তিবদ্ধ করা হয়েছে।

তবে সরকারের এই ব্যাখায় সন্তুষ্ট নন অনেকে। তাদের দাবি, কন্নড় ভাষা ও সংস্কৃতি বারবার অবহেলার শিকার হচ্ছে। স্থানীয় শিল্পীদের অগ্রাধিকার না দিলে ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিবাদ গড়ে উঠবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ বিষয়ে তামান্না ভাটিয়ার পক্ষ থেকে এখনো কোনও মন্তব্য পাওয়া যায়নি।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর