Logo

বিনোদন

মাই কিং-শাকিব খান : অপু বিশ্বাসের আবেগঘন শুভেচ্ছা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:২৪

মাই কিং-শাকিব খান : অপু বিশ্বাসের আবেগঘন শুভেচ্ছা

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান পেয়েছেন তার অভিনয় জীবনের রজতজয়ন্তী সম্মাননা। একই সঙ্গে ‘তুফান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা। আর এই দ্বিগুণ প্রাপ্তিতে দুই প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী—অভিনেতাকে জানিয়েছেন প্রকাশ্য অভিনন্দন।তাতেই ফের আলোচনায় ‘শাকিব-অপু-বুবলী’ ট্রায়াঙ্গেল।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। সেখানেই শাকিব খানকে হাতে তুলে দেওয়া হয় রজতজয়ন্তী স্মারক। ‘তুফান’ ছবির জন্য পুরস্কার জিতে নেন বছরের সেরা নায়কের খেতাবও।

এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন শবনম বুবলী। তিনি লেখেন, আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি অবদান রেখেছেন। মেরিল-প্রথম আলো থেকে বিশেষ সম্মাননা পাওয়া অনেক বেশি অভিনন্দন।

কিন্তু ভক্তদের চমকে দিয়ে রাতেই আরেকটি পোস্ট আসে শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের কাছ থেকে। নিজের ভেরিফায়েড পেজে শাকিব খানকে সম্মাননা নিতে দেখা যাচ্ছে এমন একটি ছবি পোস্ট করে তিনি সংক্ষেপে লেখেন, অভিনন্দন, মাই কিং – শাকিব খান।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। কেউ কেউ আবেগে ভেসেছেন, কেউ আবার মন্তব্য করেছেন রসিকভাবে—শাকিব শুধু আপনার রাজা নন, বুবলীরও রাজা! কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘তিনি কি এখনো আপনার রাজা? সিরিয়াসলি?’

তবে এসব ট্রল বা ট্রেন্ডিং কমেন্টের ভিড়ে শাকিব খান নিজের অবস্থানে অটল—প্রেক্ষাগৃহে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন।

গত বছর ‘তুফান’ সিনেমা দিয়ে দেশ-বিদেশে আলোচনায় ছিলেন তিনি। চলতি বছরের ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’-এর রেশ কাটেনি এখনো। এর মধ্যেই কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় তৈরি এই সিনেমার টিজার ইতোমধ্যে ইউটিউবে ঝড় তুলেছে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর