বাসা ভাড়া বাকি থাকায় মামলা, ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৯

অভিনেত্রী হুমাইরা আসগর | ছবি : সংগৃহীত
পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ–৬-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, আদালতের নির্দেশে ফ্ল্যাটটি খালি করতে গতকাল বিকেল সোয়া ৩টার দিকে সেখানে যায় পুলিশ ও আদালতের নিযুক্ত বেলিফ। দরজায় কড়া নাড়ার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মেঝেতে অভিনেত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, হুমাইরা গত সাত বছর ধরে ওই ফ্ল্যাটে একা থাকতেন। ভাড়া বাকি থাকায় ফ্ল্যাট মালিক আদালতে মামলা করেছিলেন। সেই মামলার ভিত্তিতে উচ্ছেদ আদেশ কার্যকর করতে গিয়ে তার মরদেহ উদ্ধার হয়।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
হুমাইরা আসগর পাকিস্তানের টেলিভিশন ও ফ্যাশন অঙ্গনে পরিচিত একটি নাম ছিলেন। মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে করাচি পুলিশ।
- এটিআর