ফোক গানে নতুনভাবে হাজির বেলি আফরোজ, মুক্তি পেল ‘আমায় ঠকাইলে’

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৩:৩৬

বেলি আফরোজ। ছবি : সংগৃহীত
চেনা ছন্দে, কিন্তু নতুন আবেগে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলি আফরোজ। দীর্ঘদিনের প্লেব্যাক ও স্টেজ পারফরম্যান্সের অভিজ্ঞতাকে এবার তিনি নিয়ে এলেন ফোক গানের আবহে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘আমায় ঠকাইলে’। গানের কথা লিখেছেন এআর রাব্বি, সুর-সংগীত পরিচালনা করেছেন ইফতেখারুল এহতেশাম লেলিন। গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত।
গানটির ভিডিওতে বেলির পাশাপাশি মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান। ইতোমধ্যেই গানটি বেলি আফরোজের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে উন্মুক্ত হয়েছে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে গানটি পাওয়া যাচ্ছে।
নতুন এই গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বেলি বলেন, দেশের বাইরে কনসার্টে গেলে প্রবাসী ভাইয়েরা প্রায়ই ফোক গান করার অনুরোধ করতেন। সেই চাওয়া থেকেই এই গানটি করার সিদ্ধান্ত নিই। কথা, সুর, সংগীত—সবকিছুই আমার ভালো লেগেছে। চেষ্টা করেছি হৃদয় থেকে গাইতে। শ্রোতারা যদি ভালোবাসেন, তবেই সার্থকতা।
প্লেব্যাক দুনিয়ায় বেলি আফরোজ একটি পরিচিত নাম। এখন পর্যন্ত প্রায় ৮০টি ছবিতে গান গেয়েছেন তিনি। ‘কখনো আবার’ শিরোনামের একটি ডুয়েট গানে কিংবদন্তি কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে কণ্ঠ দিয়েও প্রশংসিত হয়েছিলেন। নতুন গান নিয়েও আশাবাদী বেলি।
তিনি বলেন, শ্রোতারা ভালোবেসেছেন বলেই এতদূর আসা। আশা করি, এই গানটিও তাদের মনে জায়গা করে নেবে।
চট্টগ্রামের জনপ্রিয় নারী ব্যান্ড ‘ব্লু বার্ড’-এর সঙ্গে তার যাত্রা শুরু। তখন তিনি ছিলেন একজন জুনিয়র সদস্য এবং ড্রাম শেখার উদ্দেশ্যে ব্যান্ডে যুক্ত হন। গান শেখার শুরুটা অবশ্য আরও আগে, যখন তিনি ক্লাস থ্রিতে। মায়ের অনুপ্রেরণায়ই সংগীতের পথে পা রাখা।
পরে ঢাকায় এসে 'পাওয়ার ভয়েজ'-এ ভর্তি হন। সেখান থেকেই শুরু হয় পেশাদার সংগীতচর্চার পথচলা।
‘আমায় ঠকাইলে’ গানটি যেন তার ক্যারিয়ারের আরেকটি বাঁক—যেখানে তিনি নিজের পরিচিত পরিসর পেরিয়ে একেবারে হৃদয়ছোঁয়া বাংলা ফোকের ভুবনে পা রাখলেন।
এখন দেখার অপেক্ষা, নতুন এই গানে কতটা মন ছুঁয়ে যেতে পারেন বেলি আফরোজ।
এমআর/এমএইচএস