ফরিদা পারভীনের উন্নত চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসকরা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:৩৮

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে ইউনিভার্সেল হাসপাতালে বোর্ডের অনুষ্ঠিত বৈঠকে এ বোর্ড গঠন করা হয়।
এদিন রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্থানীয় চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী।
বোর্ড সভা শেষে চিকিৎসকরা বলেন, ফরিদা পারভীনের বিষয়ে আমরা আশাবাদী। শিল্পীর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে তার শরীরে কিছু ইনফেকশন আছে, আমরা তা দূর করার চেষ্টা করছি। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।
প্রসঙ্গত, সংগীতশিল্পী ফরিদা পারভীন গত কয়েক বছর ধরে কিডনির রোগ, শ্বাসকষ্টজনিত রোগসহ নানা জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত ৫ জুলাই তাকে ইউনিভার্সেল মেডিকেল কালেজভর্তি করা হয়। এরপর থেকেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন একুশে পদকপ্রাপ্ত এ সংগীতশিল্পী।
- এটিআর