Logo

বিনোদন

‘ছ্যাঁকা’ খাওয়ার পরে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না : সেমন্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:৩১

‘ছ্যাঁকা’ খাওয়ার পরে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না : সেমন্তী

সেমন্তী সৌমি—সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন। নিজের স্টাইলিশ লুক ও মডেলিংয়ের জন্য বেশ আলোচনায় থাকেন তিনি। যে কারণে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মাঝেও বেশ আগ্রহ দেখা যায়। 

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী জানিয়েছেন, বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করেন না তিনি। কারণ, ব্যক্তিজীবনে প্রেমে ‘ছ্যাঁকা’ খাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। 

সেমন্তী বলেন, ‘আমি জীবনে একটা ছ্যাঁকা খেয়েছি। মনে রাখার মতো একটা ছ্যাকা। এরপর থেকে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না।’

তার দাবি, বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলে থেকে অনেক ভালো হয়। তারা ভদ্র হয়, লয়্যাল হয়। তিনি বলেন, বাংলাদেশি ছেলেরা জানে না কোন মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয়, কথা বলতে হয়। আমি লাইফে যাদের দেখেছি, তারা এমন হয়েছে। এটা হয়তো আমার ব্যাডলাক। তবে, সব বাংলাদেশি ছেলেই এমন নয় বলেও উল্লেখ করেছেন সেমন্তী।

নিজেকে সিঙ্গেল দাবি করে অভিনেত্রী আরও বলেন, ‘আমি পিউর সিঙ্গেল। এখন আর প্রেম করার সময় নেই। একেবারে বিয়ে করব। যদি কখনো শুনে থাকেন, সেমন্তী কারো সঙ্গে প্রেম করছে, তাহলে জেনে নিবেন- সেটা ভূয়া।’

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর