Logo

বিনোদন

‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৮তম মঞ্চায়ন শিল্পকলায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:৪৭

‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৮তম মঞ্চায়ন শিল্পকলায়

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ড নিয়ে নির্মিত নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’র ৩৮তম প্রদর্শনী হতে যাচ্ছে ঢাকায়। 

আগামী ২০ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ করবে নাট্যদল ঢাকা পদাতিক।

নাটকটির মূল রচনা ও নির্দেশনায় ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার দায়িত্ব নিয়েছেন প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী।

নবনির্দেশনা নিয়ে তিনি বলেন, ‘এই নাটকটি ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে একটি ঐতিহাসিক দলিল। মাসুম আজিজ ভাইয়ের নির্দেশনায় এটি যখনই মঞ্চে এসেছে, দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। এবার আমি কিছু জায়গায় অলংকরণ করেছি, এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয়ও করছি। আমি মনে করি, এই প্রজন্মের জন্য নাটকটি দেখা জরুরি।'

নাটকটিতে সূর্যসেন ছাড়াও প্রীতিলতা, কল্পনা দত্ত, নির্মল সেন, ব্রিটিশ ও বাঙালি উকিলসহ প্রায় ৪০টি চরিত্র রয়েছে। চরিত্রগুলোতে অভিনয় করছেন-নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, শাহনাজ পারভিন জয়া, মামুন উর রশিদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাক্সুদসহ আরও অনেকে।

আলোক নির্দেশনায় আছেন জাকারিয়া কিরন, সংগীত আয়োজন করেছেন আবুল বাশার সোহেল।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির প্রথম প্রদর্শনী হয়। এর পর ভারতের দিল্লিতেও নাটকটির দুটি প্রদর্শনী হয়েছে, যেখানে নাটকটি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মঞ্চ নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর