মুখোমুখি হলে শুভশ্রীকে কী বলব, এখনো ঠিক জানি না : দেব

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৬:২৬

দীর্ঘকাল পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ধূমকেতু’-তেই ফিরছে এই জনপ্রিয় জুটি। ১৪ আগস্ট মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবিটি।
এত বছর পর ফের শুভশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খোলেন দেব। তিনি বলেন, ‘একজন মেয়ে হয়ে শুভশ্রী যেভাবে কাজ এবং সংসার সামলাচ্ছেন, তা আলাদা করে বলার মতো। আমি ‘ধূমকেতু’ আবার দেখেছি। দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিতে ওর অভিনয় নিঃসন্দেহে ওর সেরা কাজ।’
দীর্ঘ দশ বছর ধরে শুভশ্রীর সঙ্গে দেবের কোনো কথাই হয়নি। স্মৃতি হাতড়েও মনে করতে পারলেন না শেষ কবে কী কথা হয়েছিল তাদের মধ্যে। আবার দেখা হলে কী বলবেন—এই প্রশ্নে খানিকক্ষণ নীরব থেকে দেব বলেন, ‘‘কিছুই ঠিক করিনি। কী বলব জানি না। এমন কিছু কথা কি থেকে গেছে, যেগুলো বলা হয়নি? আমার তো ধারণাও নেই, দেখা হলে কীভাবে কথা শুরু করব!’
দেবের এমন আবেগঘন প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ‘ধূমকেতু’ সিনেমার প্রথম গান ইতোমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে।
- এটিআর