অভিনেত্রী সিফাত বন্যার ক্ষোভ
‘মনে হয় আমি উপদেষ্টা হয়ে দিকনির্দেশনা দিই’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২২:২০

অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যা। ছবি : ফেসবুক থেকে নেওয়া
বাংলাদেশে অভিনয় শিল্পকে এখনো প্রাতিষ্ঠানিক পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যা। শুক্রবার (২৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সিফাত বন্যা লিখেছেন, ‘পৃথিবীর সকল ইন্ডাস্ট্রিতে শুটিং ভিলেজ আছে, শুটিং জোন আছে। আমাদের নেই। আমাদের আর্টিস্টদের কস্টিউমের গাট্টি টেনে কাজ করতে হয়। আমাদের পেশাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।’
তিনি আক্ষেপ করে বলেন, অনারিয়াম ব্যাংক হিসাবের মাধ্যমে না আসায় অভিনয়শিল্পীরা ব্যাংকিং সুবিধাও পান না। ফলে এই পেশার মানুষরা অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার হচ্ছেন।
বন্যা লিখেছেন, ‘কোনো আবাসিক এলাকায় শুটিং চললে তারা (স্থানীয় বাসিন্দারা) আপত্তি করতেই পারেন। আসলে আমাদের কথা বলার অধিকারই নেই। কারণ আমাদের তো কিছুই নেই। আমাদের সিনিয়ররা শুধু কাজই করে গেছেন, কিন্তু ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর মতো কিছু তৈরি করতে পারেননি।’
ফেসবুক পোস্টে তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের অবহেলা করি বলে রাষ্ট্র এবং সাধারণ নাগরিক আমাদের অবহেলা করে। আগে আমাদেরই নিজেদের জায়গা তৈরি করতে হবে।’
সবশেষে সিফাত বন্যা লিখেছেন, ‘মাঝে মাঝে মনে হয় আমি উপদেষ্টা হয়ে দিকনির্দেশনা দিই।’